Suryakumar Yadav: 'আমার যা ঠিক মনে হয়েছে করেছি, সবাইকে খুশি রাখা সম্ভব নয়,' ক্যাচ-বিতর্কে ছক্কা হাঁকালেন সূর্যকুমার

টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে বিতর্ক থামছে না। এবার এ বিষয়েই মুখ খুললেন এই তারকা ক্রিকেটার।

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে বিতর্ক প্রসঙ্গে এবার মুখ খুললেন সূর্যকুমার যাদব। তাঁর এই ক্যাচ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। কিন্তু ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইনে পা ঠেকেছিল কি না, সেই বিতর্ক অব্যাহত। বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ এখনও 'গবেষণা' চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে আমি যখন বল ধরি, তখন লাইন স্পর্শ করিনি। আমাদের পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আমার যা ঠিক মনে হয়েছিল সেটাই করেছিলাম। ঈশ্বরের অনুগ্রহে বল আমার দিকেই এসেছিল। আমি ক্যাচ নেওয়ার সুযোগ পাই। আমি সেই মুহূর্তের কথা ভেবে এখনও আনন্দ পাচ্ছি।’

বিতর্ককে গুরুত্ব দিচ্ছেন না সূর্যকুমার

Latest Videos

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক-সহ অনেকেই বলছেন, সূর্যকুমারের ক্যাচ নিয়ে বিতর্ক নেই। কিন্তু সে কথা মানতে নারাজ বাংলাদেশীরা। তাদের দাবি, ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইনে সূর্যকুমারের পা ঠেকে গিয়েছিল। অনেকে আবার দাবি করছেন, ভারতীয় দলকে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় বাউন্ডারি লাইন সরিয়ে দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চললেও, তাতে গুরুত্ব দিচ্ছেন না সূর্যকুমার। তিনি বলেছেন, ‘আমি এরকম ক্যাচ নেওয়ার জন্য অনেক অনুশীলন করেছি। ম্যাচ চলাকালীন আমি শান্ত ছিলাম। ঈশ্বর আমাকে দেশের জন্য ভালো কিছু করার সুযোগ দিয়েছেন।’

কপিলের ক্যাচের সঙ্গে সূর্যকুমারের তুলনা

১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ক্যাচ নিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক কপিল দেব। সেই ক্যাচই ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সূর্যকুমার। এই কারণে কপিলের ক্যাচের সঙ্গে সূর্যকুমারের ক্যাচের তুলনা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বাছল আইসিসি, কতজন ভারতীয় জায়গা পেলেন?

ICC Mens T20 World Cup 2024: 'এত দল, কারও কাছে হারেনি ভারত,' টি-২০ বিশ্বকাপ জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ICC Men's T20 World Cup 2024: উদারহস্ত বিসিসিআই, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে