বাবরের একগুঁয়ে মনোভাবের জন্যই পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হচ্ছে, দাবি দানিশ কানেরিয়ার

Published : Nov 17, 2022, 05:35 PM ISTUpdated : Nov 19, 2022, 12:12 AM IST
Babar Azam

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হতে না পারার জন্য অধিনায়ক বাবর আজমকেই দায়ী করলেন প্রাক্তন স্পিনার দানেশ কানেরিয়া। তিনি বাবরকে তীব্র আক্রমণ করেছেন।

এবারের টি-২০ বিশ্বকাপে ওপেনিং পজিশন থেকে সরে না যাওয়া নিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে বলেছেন, 'বাবর আজম একগুঁয়ে। ও সবসময় ব্যাটিং ওপেন করতে চায়। ও কখনও ব্যাটিং অর্ডারে নামতে চায় না। ও যখন করাচি কিংসের হয়ে খেলত, তখনও একই ঘটনা ঘটেছিল। করাচি কিংসের টিম ম্যানেজমেন্ট চাইছিল না বাবর ওপেন করুক। কিন্তু ওপেন করার বিষয়ে বদ্ধপরিকর ছিল বাবর। কারণ, ও মিড অর্ডারে ব্যাট করতে পারে না। বাবর কেন মিডল অর্ডারে ব্যাট করতে চায় না, সেটা আমি জানি না। বাবরের এই একগুঁয়ে মনোভাবের জন্যই পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। মহম্মদ রিজওয়ান যদি ভাল পারফরম্যান্স করতে পারে, তাহলে বাবরও ভাল ব্যাট করে। বাবরের ইনিংসের শুরুটা খুব মন্থর গতিতে হয়। রিজওয়ান ভাল খেললে তবেই ভাল খেলতে পারে বাবর।'

বাবরের সমালোচনা করার পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে কানেরিয়া বলেছেন, 'যদি নিজের কথা না ভেবে দলের জন্য আত্মত্যাগের কথা ওঠে, তাহলে বিরাট কোহলির কথাই সবার আগে বলতে হবে। এক্ষেত্রে ওর মতো কেউ নেই। গত বছর ওর নেতৃত্বে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়। এরপর বিরাটকে সমালোচনার মুখে পড়তে হয়। ওকে নেতৃত্বও হারাতে হয়। অনেকেই দলে ওর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তোলে। কিন্তু বিরাট এরপরেও হাল ছাড়েনি। ও ভারতীয় দলের নতুন অধিনায়ককে সবরকমভাবে সাহায্য করে। ওকে যে পজিশনে ব্যাটিং করতে বলা হয়, সেই পজিশনেই ব্যাট করে বিরাট। এশিয়া কাপে ফর্মে ফেরে বিরাট। তারপর টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখা যায়।'

এবারের টি-২০ বিশ্বকাপের শুরু থেকে একেবারেই ভাল ফর্মে ছিলেন না বাবর। তিনি সুপার ১২ পর্যায়ে কোনও ম্যাচেই বড় রান পাননি। শুধু সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাক অধিনায়ক। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন ৩২ রান। এই প্রতিযোগিতা চলাকালীন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার বাবরকে ওপেনিং পজিশন থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কারও পরামর্শ কানে দেননি বাবর। টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর ফের বাবরের সমালোচনা শুরু হয়েছে। এতদিন প্রকাশ্যে বাবরের সমালোচনা না করলেও, এবার সরব হলেন কানেরিয়া।

আরও পড়ুন-

ফেব্রুয়ারিতে ভারতে আসছে অস্ট্রেলিয়া, দিল্লিতে ৫ বছর পর হতে পারে টেস্ট ম্যাচ

কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্বরেকর্ডের সামনে ভুবনেশ্বর কুমার

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা