অ্যাকশনে বদল আনা কঠিন, জসপ্রীত বুমরার ফিটনেস প্রসঙ্গে মন্তব্য ইয়ান বিশপের

ভারতীয় দল ও মুম্বই ইন্ডিয়ানসের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরার চোট নিয়ে সবপক্ষই উদ্বিগ্ন। আইপিএল-এ খেলতে পারছেন না এই পেসার। ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত তিনি।

চোটের জন্য কয়েক মাস ধরে মাঠের বাইরে জসপ্রীত বুমরা। এই পেসার কবে ফিট হয়ে মাঠে ফিরবেন, সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই পেসারকে পাচ্ছে না ভারতীয় দল। এমনকী, অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত বুমরা। এই পরিস্থিতিতে এই পেসারকে ফিট থাকার জন্য বিশেষ পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ইয়ান বিশপ। তিনি বলেছেন, ‘জসপ্রীত নিজের মতো করে ফিট হয়ে ওঠার চেষ্টা করছে। আমার মতে, ওর বোলিং অ্যাকশনে বদল আনার চেষ্টা করা উচিত নয়। আমি বোলিং অ্যাকশনে বদল আনার চেষ্টা করেছিলাম। কিন্তু তার ফল একেবারেই ভালো হয়নি। ওর নিজের মতো করেই ফিট হয়ে ওঠার চেষ্টা করা উচিত। ওর শরীরের পেশিগুলির শক্তি বাড়ানো জরুরি। ওর এখন ২১-২২ বছর বয়স নেই। ও কেরিয়ারের বেশিরভাগ সময়ই যেভাবে খেলে এসেছে ভবিষ্যতেও সেভাবেই খেলবে। খুব বেশি বদল আনা কঠিন। তবে ও বোলিং অ্যাকশনে সামান্য বদল আনার চেষ্টা করতে পারে। তার বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না। ওর মাঠে ফেরার অপেক্ষায় আছি। ওর বোলিং দেখতে আমার ভালো লাগে।’

বিশপ আরও বলেছেন, ‘জসপ্রীতের মতো একজন বোলার যদি সারা বছর ধরে ক্রিকেটের সব ফর্ম্যাটেই খেলে, তাহলে ওর পক্ষে ফিটনেস ধরে রাখা খুব কঠিন। এটা ওর পক্ষে বাড়তি চাপ হয়ে যাচ্ছে। ওর শরীরে বেশি ধকল পড়ছে। ও পিঠে, কোমরে চোট পেয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটও পেতে পারে। ওকে এই ধকল সামাল দিতে হবে। শারীরিক ধকল সামাল দেওয়ার কোনও সহজ উপায় নেই। কারণ, আমরা অ্যাথলিটদের শরীর ও মন নিয়ন্ত্রণ করতে পারি না। জসপ্রীতকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ওর ঘনিষ্ঠ প্রশাসকরাও সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমি হলে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রশাসকদের উপরেই ছেড়ে দিতাম। আমার পরামর্শ হল, জসপ্রীতের মতো ক্রিকেটারকে সব টুর্নামেন্টে খেলানো উচিত নয়।’

Latest Videos

বুমরার মাঠে ফেরা প্রসঙ্গে বিশপ আরও বলেছেন, ‘জসপ্রীত চোট সারিয়ে কীভাবে মাঠে ফিরবে সে ব্যাপারে সে ব্যাপারে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি একটা কথাই বলতে পারি, ওর একটু বেশি সাবধান থাকা উচিত। চিকিৎসকরা যে সময়ে মাঠে ফিরতে বলছেন, তার চেয়ে আরও একটু বেশি সময় নিতে পারে জসপ্রীত। ওর যখন শারীরিক ও মানসিকভাবে নিজেকে পুরোপুরি ফিট মনে হবে, তখনই মাঠে ফেরা উচিত। কখনও তাড়াহুড়ো করা উচিত নয়।’

আরও পড়ুন-

IPL 2023: চোটমুক্ত থাকার জন্য কী করা উচিত ক্রিকেটারদের? পরামর্শ চিকিৎসক হেমন্ত কল্যাণের

IPL 2023: ধোনির হাঁটুতে চোট, ২ সপ্তাহ মাঠের বাইরে সিসান্দা মাগালা

IPL 2023: বাদ পড়ছেন যশ দয়াল, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral