
Rahul Dravid-Sanju Samson: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে কি দলের অধিনায়ক সঞ্জু স্যামসনের বনিবনা হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে। বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে আইপিএল (IPL 2025) ম্যাচের সময় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ডাগআউটে প্রধান কোচের নেতৃত্বে টিম মিটিং চলছিল। সম্ভবত সুপার ওভারে দিল্লির পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) মুখোমুখি হওয়ার জন্য কোন ব্যাটারদের বেছে নেওয়া হবে সে বিষয়ে আলোচনা চলছিল। সেই সময় ডাগআউটেই ছিলেন সঞ্জু। কিন্তু তিনি আলোচনায় যোগ দেননি। এক সতীর্থ তাঁকে টিম মিটিংয়ে যোগ দিতে ইশারা করেন। কিন্তু রাজস্থান রয়্যালসের অধিনায়ক টিম মিটিংয়ে যোগ দিতে আগ্রহী ছিলেন না। তিনি হাত দিয়ে ইশারা করে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতেই দ্রাবিড়ের সঙ্গে সঞ্জুর মতবিরোধ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
সঞ্জুর সঙ্গে দূরত্বের কথা অস্বীকার দ্রাবিড়ের
সঞ্জুর সঙ্গে তাঁর মতানৈক্যের জল্পনা নিয়ে মুখ খুলেছেন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘আমি জানি না এই খবরগুলি কোথা থেকে আসছে। সঞ্জু ও আমি একই পথে আছি। ও আমাদের দলের একজন অবিচ্ছেদ্য অংশ। ও প্রতিটি সিদ্ধান্ত এবং আলোচনায় যুক্ত থাকে। কখনও কখনও, যখন আপনি ম্যাচ হারেন এবং সবকিছু ঠিকঠাক হয় না, তখন আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হয়। আমরা আমাদের পারফরম্যান্সের জন্য এটি গ্রহণ করতে পারি। কিন্তু এই ভিত্তিহীন বিষয়গুলি নিয়ে আমরা কিছুই করতে পারি না। দলের মনোভাব সত্যিই ভালো। এই ছেলেরা কতটা কঠোর পরিশ্রম করে তা দেখে আমি অভিভূত। মানুষ যা বোঝে না তা হল, খেলোয়াড়রা যখন ভালো পারফর্ম করে না তখন কতটা কষ্ট পায়।’
রাজস্থান রয়্যালসের প্লে-অফের সম্ভাবনা কতটুকু?
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে হারের পর রাজস্থান রয়্যালস চলতি আইপিএল-এ পঞ্চম ম্যাচে হেরে গিয়েছে। দুই ম্যাচে জয় এবং পাঁচ ম্যাচে হার নিয়ে সঞ্জুরা চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছেন। তাঁদের নেট রান রেট -০.৭১৪। তবে, রাজস্থান রয়্যালস এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে। সঞ্জুদের বাকি সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জিততে হবে। তবে তাঁদের প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা অন্যান্য ম্যাচগুলির ফলাফল এবং নেট রান রেটের উপর নির্ভর করবে। রাজস্থান রয়্যালস শনিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।