Virat Kohli: ১৭ বছর পর চিপকে সিএসকে-র বিরুদ্ধে জয়, আনন্দে নেচে উঠলেন বিরাট, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

IPL 2025, CSK vs RCB: এবারের আইপিএল-এ প্রথম দল হিসেবে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা।

IPL 2025, CSK vs RCB, Virat Kohli: ২০০৮ সালের পর প্রথমবার আইপিএল-এর (IPL 2025) কোনও ম্যাচে চিপকে (Chepauk) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। শুক্রবার ৫০ রানে জয় পেয়েছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এই জয়ের পর পর ড্রেসিংরুমে আনন্দে নেচে ওঠেন বিরাট ও সতীর্থরা। আরসিবি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। টানা ১৬ বছর আইপিএল-এ চিপকে কোনও ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে জয় পায়নি আরসিবি। এবার সেই খরা কাটল। এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে জয় পায় আরসিবি। এরপর দ্বিতীয় ম্যাচে সিএসকে-র বিরুদ্ধেও জয় পেলেন বিরাটরা। এই জয়ে তাঁদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

চিপকে আরসিবি-র জয়ের খরা কাটল

Latest Videos

২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুমে চিপকে সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল আরসিবি। তারপর থেকেই এই মাঠে আরসিবি-র জয় অধরা ছিল। এর মাঝে দুই মরসুমের জন্য নির্বাসিত ছিল সিএসকে। করোনাভাইরাস অতিমারী-সহ বিভিন্ন কারণে একাধিকবার বিদেশের মাটিতে হয়েছে আইপিএল। সবমিলিয়ে চিপকে জয় পাচ্ছিল না আরসিবি। এই মাঠে টানা আট ম্যাচে হেরে যান বিরাটরা। তাই এবার জয় পেয়ে তাঁরা উচ্ছ্বসিত।

 

 

ভালো পারফরম্যান্স বিরাটের

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকার পর শুক্রবার চিপকে ৩০ বলে ৩১ রান করেন বিরাট। তিনি এবারের আইপিএল-এ বড় শট খেলার বদলে উইকেটে টিকে থাকার উপর জোর দিচ্ছেন। শুক্রবারও সেভাবেই ব্যাটিং করেছেন এই তারকা। তিনি কেরিয়ারের শেষদিকে পৌঁছে গিয়েছেন। ভারতীয় দলের হয়ে একাধিকবার বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন বিরাট। কিন্তু এখনও আইপিএল জিততে পারেননি। একাধিকবার আইপিএল ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছে আরসিবি। এবার সেই স্বপ্নপূরণ করতে মরিয়া বিরাট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জীবন বদলে দিয়েছে মুদ্রা যোজনা' মোদীর সামনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলা | PM Modi Mudra Yojana
SSC Case News: রাষ্ট্রপতির কাছে এ কী আবেদন চাকরি হারাদের? দেখুন কী বলছেন তাঁরা