IPL 2025 Jasprit Bumrah: এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু এখনও দলে যোগ দিতে পারেননি তারকা পেসার জসপ্রীত বুমরা। তিনি কবে খেলতে পারবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
IPL 2025, Jasprit Bumrah, Mumbai Indians: কবে দলের সেরা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) পাবে মুম্বই ইন্ডিয়ানস? (Mumbai Indians) এবারের আইপিএল-এ (IPL 2025) কি এই পেসার মাঠে নামতে পারবেন? সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। তিনি জানিয়েছেন, চোট সারিয়ে ফিট হয়ে উঠছেন বুমরা। কিন্তু এই পেসার কবে ম্যাচ ফিট হয়ে উঠবেন, সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। এখন বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI's Centre of Excellence) বুমরার রিহ্যাব চলছে। তাঁর কোমরে চোট রয়েছে। এই চোট সারিয়ে তিনি ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। জয়বর্ধনে জানিয়েছেন, বুমরার ফিটনেসের উন্নতি হচ্ছে। কিন্তু বিসিসিআই মেডিক্যাল টিম যতদিন না ফিট ঘোষণা করছে, ততদিন মুম্বই ইন্ডিয়ানস দলে যোগ দিতে পারবেন না বুমরা।
সিডনি টেস্ট থেকে মাঠের বাইরে বুমরা
অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন সিডনিতে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলার সময় কোমরে চোট পান বুমরা। এর ফলে তিনি সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। তারপর থেকেই মাঠের বাইরে এই পেসার। তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও (ICC Champions Trophy 2025) খেলতে পারেননি। এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি এই পেসার। তাঁর সম্পর্কে জয়বর্ধনে বলেছেন, 'প্রতিদিন ও রিহ্যাব চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু ও কবে মাঠে ফিরতে পারবে, সে বিষয়ে কিছু জানায়নি এনসিএ। ফলে আমাদের অপেক্ষা করতে হবে।'
এপ্রিলে মুম্বই ইন্ডিয়ানস দলে যোগ দেবেন বুমরা?
মুম্বই ইন্ডিয়ানস শিবির সূত্রে খবর, এপ্রিলের কোনও সময়ে দলে যোগ দিতে পারেন বুমরা। তবে দলে যোগ দিলেই যে এই পেসার খেলতে পারবেন, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। ফলে মুম্বই ইন্ডিয়ানসকে আপাতত অপেক্ষা করতে হবে। বুমরা না থাকায় এখন ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।