Virat Kohli Birthday: বুধবার জন্মদিন পালন করছেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অনেক পুরস্কারও পেয়েছেন।
দেশে ক্রীড়াক্ষেত্রে সেরা পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন বিরাট কোহলি
খেলরত্ন পেয়েছেন বিরাট কোহলি
২০১৮ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সেরা পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন বিরাট কোহলি। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেয়েছেন বিরাট। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখান এই ব্যাটার। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে তিনি ২,৮১৮ রান করেন। এই কারণেই তাঁকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়।
DID YOU KNOW ?
বিশ্বসেরা ক্রিকেটার বিরাট
বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। ব্যক্তিগত সেরা পুরস্কারও পেয়েছেন বিরাট।
26
স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পেয়ে সবাইকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি
দশকের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
২০২০ সালে দশকের সেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পান বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত টেস্ট, ওডিআই, টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট।
২০০৮
২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন বিরাট কোহলি।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। এই তারকা এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন।
36
পরপর ২ বছর আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি
আইসিসি বর্ষসেরা বিরাট কোহলি
২০১৭ ও ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট কোহলি। ফলে তিনি বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশ্বের সেরা ক্রিকেটার হতে গেলে সব ফর্ম্যাটেই অসামান্য পারফরম্যান্স দেখাতে হয়। সেটা করে দেখিয়েছেন বিরাট। তিনি সর্বোচ্চ স্তরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে ছাপিয়ে গিয়েছেন।
দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন বিরাট কোহলি
পদ্মশ্রী বিরাট কোহলি
২০১৭ সালে অসামরিক ক্ষেত্রে দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পেয়েছেন বিরাট কোহলি। ২০১৬ সালে ক্রিকেটের সব ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখান এই তারকা। তিনি ১,২১৫ রান করে টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতীয় দলকে এক নম্বরে নিয়ে যান। এই পারফরম্যান্সের সুবাদেই বিরাটকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।
56
৪ বার ওডিআই ফর্ম্যাটে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি
ওডিআই ফর্ম্যাটে সেরা বিরাট কোহলি
২০১২, ২০১৭, ২০১৮ ও ২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে আইসিসি-র বিচারে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিরাট কোহলি। টেস্ট ও টি-২০ ফর্ম্যাটের পাশাপাশি অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তিনি যেমন ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই ভারতীয় দলকেও ম্যাচ জিতিয়েছেন। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। এই কারণেই তিনি ওডিআই ফর্ম্যাটে চারবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
66
অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র পর্যায়ে একাধিক ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি
বিশ্বকাপজয়ী দলের সদস্য বিরাট কোহলি
২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন বিরাট কোহলি। এরপর ২০১১ সালে ভারতের সিনিয়র দলের হয়ে তিনি ওডিআই বিশ্বকাপ জেতেন। ২০১৩ ও ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট। তিনি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।