Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি গত ১৫ বছর ধরে একের পর এক অসাধারণ ইনিংসের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। মাঠের বাইরেও তাঁর আচরণ প্রশংসনীয়।
KNOW
Australia vs India, Third ODI: মাঠের মধ্যে যেমন ব্যাটিং-ফিল্ডিংয়ের মাধ্যমে জাতীয় দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করেন, তেমনই মাঠের বাইরেও দেশের সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর বিরাট কোহলি (Virat Kohli)। সিডনিতে (Sydney) শনিবার ফের সেটা দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৮১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় জাতীয়তাবোধের পরিচয় দিলেন বিরাট। তিনি যখন মাঠ ছাড়ছিলেন, তখন গ্যলারিতে থাকা ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সেই সময় এক দর্শকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা (Indian national flag) মাটিতে পড়ে যায়। সেটা দেখতে পেয়ে মাটি থেকে তুলে ওই দর্শকের হাতে তুলে দেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই বিরাটের এই আচরণের প্রশংসা করছেন।
ফর্মে ফিরে সমালোচকদের জবাব বিরাটের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি বিরাট। প্রথম ম্যাচে আট বল খেলে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। তৃতীয় ম্যাচেও রান না পেলে তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু অতীতে বহুবার যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, সিডনিতে ঠিক সেটাই করলেন এই তারকা। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে জুটি বেঁধে ১৬৮ রান যোগ করে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট। তাঁরা আপাতত আর ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলছেন না। আবার যখন ভারতীয় দল ওডিআই সিরিজ খেলবে, তখন দলে ফিরবেন বিরাট ও রোহিত। এই দুই ব্যাটার সিডনিতে যে ইনিংস খেললেন, তারপর আর তাঁদের বাদ দিয়ে ভারতের ওডিআই দল ভাবা যাচ্ছে না।
অন্যরকম ইনিংস বিরাটের
শনিবার ৭৪ রান করার পথে মাত্র সাতটি বাউন্ডারি মারেন বিরাট। তাঁর ইনিংসে কোনও ওভার-বাউন্ডারি ছিল না। বড় শট খেলার বদলে ছুটে রান নেওয়ার উপর জোর দেন বিরাট। তিনি সাধারণত এই ধরনের ইনিংস খেলেন না। কিন্তু পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলতে পারেন এই তারকা। তিনি ফের সেটা প্রমাণ করে দিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


