
নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এর আনুষ্ঠানিকভাবে আরেক মহিলার সঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ককে এবার কি সিলমোহল দিলেন হার্দিক? বিমানবন্দরে দেখা গেল জুটিকে।
শুক্রবার ভোরে মুম্বাই বিমানবন্দরে এই জুটিকে দেখা গিয়েছিল, মাহিকা কিছুটা এগিয়ে হাঁটছিলেন। হার্দিক তার পিছনে ছিলেন, তবে কোনও ক্যামেরা বন্দি হতে চাননি তাঁরা। উভয়ের পরণেই ছিল কালো রংয়ের পোশাক। অনেকেই মনে করছেন পোশাকের রংমিলান্তি, তাঁদের সম্পর্কের সিলমোহরের কাজ করছে। সম্পর্ককে অফিসিয়াল করতেই এইভাবে প্রকাশ্যে একসঙ্গে বের হওয়া। যদিও হার্দিক বা মাহিকা কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি, তবে গুজবের মধ্যে তাদের প্রথম প্রকাশ্য আউটিংয়ের সময় তাদের আচরণ অনেক কিছু বলেছিল।
মাসখানেক আগেই এই মাহিকার নাম আলোচনায় উঠে আসে। হার্দিক পান্ডিয়া নাকি প্রেম করছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে! সেই মডেলের বয়স মাত্র ২৪। এই তরুণী কে? তা নিয়ে অনেকের আগ্রহ ছিল প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয় একটি রেডিট পোস্ট থেকে। রেডিটে মাহিকার একটি সেলফি পোস্ট হয়। অনেকে দাবি করেন, সেই সেলফিতে মাহিকার পিছনে যে পুরুষের অবয়ব দেখা যাচ্ছে তিনি হার্দিক। এর মধ্যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা শুরু করেন।
মাহিকা বা হার্দিক— দু’জনের কেউই বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি। তবে অনেকে মনে করছেন, সেপ্টেম্বর মাসে হার্দিকের বাড়িতেও গিয়েছিলেন মাহিকা। তিনি কয়েকটি গানের ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেছেন। অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ও উমঙ্গ কুমারের ‘নরেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে।