Rinku Singh: দাউদের নাম করে দাবি ৫ কোটি টাকা! মহাবিপদে পড়লেন রিঙ্কু, তারপর কী হল?

Published : Oct 10, 2025, 10:51 AM IST
Rinku Singh: দাউদের নাম করে দাবি ৫ কোটি টাকা! মহাবিপদে পড়লেন রিঙ্কু, তারপর কী হল?

সংক্ষিপ্ত

Rinku Singh: ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে।

Rinku Singh: চরম বিপদে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। কারণ, মাফিয়াদের নজর পড়েছে এবার তাঁর উপর। জানা যাচ্ছে, খুনের হুমকি পেয়েছেন এই ভারতীয় ক্রিকেটার (rinku singh ransom)। দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাঁকে এই হুমকি দিয়েছেন বলে খবর সামনে আসছে (rinku singh news)। 

তারাই নাকি রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন?

ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। যদি তিনি সেই টাকা না দেন, তাহলে তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই অভিযোগ পেয়েই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ এবং মহম্মদ নাভিদ নামের দুজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, তারাই নাকি রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন।

সেই রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে মোট তিনবার রিঙ্কুর কাছ থেকে টাকা চাওয়া হয়। জানা গেছে, রিঙ্কু সিং-এর ম্যানেজারকে ইমেইল করে সেই হুমকি দেওয়া হয়। 

সেখানে ধৃতরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে দাবি করেছেন। সেই হুমকি পেয়েই পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু সিং। এরপরেই দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো থেকে গ্রেফতার করে দেশ ফিরিয়ে আনা হয়েছে। 

ভারতকে চ্যাম্পিয়ন করেন এই তরুণ ব্যাটার

উল্লেখ্য, গত মাসে ভারতের হয়ে এশিয়া কাপ জিতে ফিরেছেন রিঙ্কু। তবে গোটা প্রতিযোগিতায় খেলার সুযোগ না পেলেও, ফাইনালে মাঠে নামেন তিনি। মাত্র একটি বলেই চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন এই তরুণ ব্যাটার। 

এবার সামনে অস্ট্রেলিয়ার সিরিজ। সেই সিরিজে, ভারতের টি-২০ দলে আছেন রিঙ্কু সিং। উল্লেখ্য, ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনি ৩৪টি টি-২০ ম্যাচ এবং দুটি এক দিনের ম্যাচ খেলেছেন।

কিন্তু এইসবের মাঝেই বেজায় বিপাকে পড়েছেন রিঙ্কু। দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’-র নাম করে তাঁর কাছে থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে। সেই ঘটনায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ এবং মহম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম