মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: বিফলে রিচার লড়াই, বোলারদের ব্যর্থতায় হার ভারতের

Published : Oct 09, 2025, 11:57 PM IST
Team India defeated by South Africa in Women's WC 2025

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: দেশের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় পেলেও, তৃতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India Women vs South Africa Women) বোলারদের ব্যর্থতায় হার মানতে হল ভারতকে।

DID YOU KNOW ?
রিচা ঘোষের ৯৪
মহিলাদের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেললেন রিচা ঘোষ।

India Women vs South Africa Women: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ হারাল ভারতীয় দল। বৃহস্পতিবার তিন উইকেটে হেরে গেল ভারত। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh) অসাধারণ লড়াইয়ের পরেও জয় পেল না ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ৮১ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু তারপর নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk) ও ক্লো ট্রায়নের (Chloe Tryon) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে জয় পেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অধিনায়ক লরা উলভার্ডটও (Laura Wolvaardt) দুর্দান্ত ব্যাটিং করেন। ফলে রিচার অসাধারণ ইনিংস বিফলে গেল।

প্রথম হার ভারতের

চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা (Sri Lanka) এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দেয় ভারতীয় দল। কিন্তু বৃহস্পতিবার প্রথম হারের মুখ দেখল হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) দল। বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জন্য এদিন দেরিতে শুরু হয় খেলা। প্রথমে ব্যাটিং করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই অবস্থায় ৭৭ বলে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেন রিচা। তাঁর সঙ্গে কিছুটা লড়াই করেন স্নেহ রানা (Sneh Rana)। তিনি ২৪ বলে ৩৩ রান করেন। ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal) ৫৬ বলে ৩৭ রান করেন। অপর ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৩২ বলে ২৩ রান করেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

রান তাড়া করতে নেমে শুরুতে প্রবল চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রানের গতি যেমন মন্থর ছিল, তেমনই নিয়মিত ব্যবধানে উইকেটের পতনও হচ্ছিল। তবে ওপেন করতে নেমে লরা ১১১ বলে ৭০ রান করেন। ডে ক্লার্ক ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। ট্রায়ন ৬৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের বোলাররা শেষদিকে খেই হারিয়ে ফেললেন। ফলে হেরে গেল দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম হার ভারতীয় দলের।
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার
ভাই পলাশের সঙ্গে স্মৃতি মন্ধানার বিয়ে কি আদৌ হবে? প্রথমবার মুখ খুললেন পলক মুচ্ছল