রহস্যময়ী নারীর সঙ্গে হার্দিক! ফের বিয়ে করতে চলেছেন এই ক্রিকেটার? ললনার পরিচয় জানতে তোলপাড় নেট পাড়া

Published : Jul 12, 2024, 09:39 AM IST
Hardik

সংক্ষিপ্ত

রহস্যময়ী নারীর সঙ্গে হার্দিক! ফের বিয়ে করতে চলেছেন এই ক্রিকেটার? ললনার পরিচয় জানতে তোলপাড় নেট পাড়া

হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা গেল এক রহস্যময়ী নারীকে! একদিকে স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে অন্যদিকে হার্দিকের সঙ্গে দেখা গেল এক রহস্যময়ী নারীকে।

সম্প্রতি ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে হার্দিকের একটি ভিডিও। যেখানে প্রাচী সোলাঙ্কি নামের এক অচেনা নারীকে জড়িয়ে ধরে ছবি তুলছেন হার্দিক। মেয়েটির কাঁধে হাত রাখা মাত্রই লজ্জায় গলে যান সেই নারী। শুধু তাই নয় হার্দিকের সঙ্গে এই ছবি তাঁর দাদা ক্রুনালের সঙ্গেও শেয়ার করে নিয়েছেন প্রাচী।

ছবিতে একটি অফহোয়াইট কুর্তা পরে মুখে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। ছবিটি শেয়ার করে প্রাচী ক্যাপশনে লিখেছেন " কেউ কি আমাকে একটু চিমটি কাটতে পারে প্লিজ এত উষ্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ হার্দিক"।

কিন্তু এই ললনার সঙ্গে কী সম্পর্ক ক্রিকেটারের তা এখনও জানা যায়নি। তবে এই ছবি শেয়ার হতেই হারদিক-নাতাশার সম্পর্কের ভাঙনে ঘৃতাহুতি পড়েছে।

প্রাচী হলেন হার্দিকের নতুন বান্ধবী এমনই মনে করছেনে তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁকে প্রাচীকে বিবাহ করার পরামর্শ দিয়েছেন।

 

 

তবে এখনও পর্যন্ত হার্দিক-নাতাশার সম্পর্ক ভাঙন নিয়ে মুখ খোলেননি দুজেনর কেউ। কিন্তু পরের পর পোস্ট দেখে তাঁদের সম্পর্কে যে বড়সর চিড় ধরেছে তা আন্দাজ করতে পারছেন নেটিজেনরা।

জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Earnings: ইনস্টাগ্রাম থেকেই ঝুলিতে কোটি কোটি টাকা, একটি মাত্র পোস্ট থেকে কোহলির আয় কত জানেন?
IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?