টি-২০ বিশ্বকাপের পর ভারতের দ্বিতীয় সারির দল এখন জিম্বাবোয়ে সফরে। তবে টি-২০ বিশ্বকাপে যাঁরা খেলার সুযোগ পেয়েছিলেন, তাঁদের জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়নি।
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রথম ম্যাচ খেলবেন শ্রীলঙ্কা মাটিতে। টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন বিরাট, রোহিত ও রবীন্দ্র জাডেজা। ফলে শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে খেলবেন না এই তারকা ক্রিকেটাররা। তবে ওডিআই সিরিজে তাঁরা খেলতে পারেন। শ্রীলঙ্কা সফরে ৩টি করে টি-২০, ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ২৬ জুলাই পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ২৭ জুলাই পাল্লেকেলেতেই হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। এরপর ২৯ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় টি-২০ ম্যাচ হবে। এরপর ভারত ও শ্রীলঙ্কা দল কলম্বোয় পৌঁছবে। সেখানে প্রথম ওডিআই ম্যাচ হবে ১ অগাস্ট। এরপর ৪ অগাস্ট হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ হবে ৭ অগাস্ট।
শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নিচ্ছেন গম্ভীর
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে ভারতীয় দলের নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন গৌতম গম্ভীর। তিনি শ্রীলঙ্কা সফরেই দলের হাল ধরবেন। টি-২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কারও কোচ বদল হয়েছে। নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। তিনিও ভারতের বিরুদ্ধে সিরিজের মাধ্যমেই শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরু করছেন।
৩ বছর পর শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে ভারত
২০২১ সালের জুলাইয়ে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেবার দলের অস্থায়ী কোচ ছিলেন রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। ওডিআই সিরিজে ২-১ জয় পায় ভারত। টি-২০ সিরিজে ২-১ জয় পায় শ্রীলঙ্কা। এবার প্রথমসারির দল পাঠাতে পারে বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India vs Zimbabwe: তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ভারত
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়! কোন পদ তাঁর জন্য ভেবে রেখেছেন শাহরুখরা?