India vs Sri Lanka: সীমিত ওভারের সিরিজ, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু গম্ভীরের

Published : Jul 11, 2024, 09:38 PM ISTUpdated : Jul 11, 2024, 10:07 PM IST
Gautam Gambhir, Gambhir

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের পর ভারতের দ্বিতীয় সারির দল এখন জিম্বাবোয়ে সফরে। তবে টি-২০ বিশ্বকাপে যাঁরা খেলার সুযোগ পেয়েছিলেন, তাঁদের জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়নি।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রথম ম্যাচ খেলবেন শ্রীলঙ্কা মাটিতে। টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন বিরাট, রোহিত ও রবীন্দ্র জাডেজা। ফলে শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে খেলবেন না এই তারকা ক্রিকেটাররা। তবে ওডিআই সিরিজে তাঁরা খেলতে পারেন। শ্রীলঙ্কা সফরে ৩টি করে টি-২০, ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ২৬ জুলাই পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ২৭ জুলাই পাল্লেকেলেতেই হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। এরপর ২৯ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় টি-২০ ম্যাচ হবে। এরপর ভারত ও শ্রীলঙ্কা দল কলম্বোয় পৌঁছবে। সেখানে প্রথম ওডিআই ম্যাচ হবে ১ অগাস্ট। এরপর ৪ অগাস্ট হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ হবে ৭ অগাস্ট।

শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নিচ্ছেন গম্ভীর

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে ভারতীয় দলের নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন গৌতম গম্ভীর। তিনি শ্রীলঙ্কা সফরেই দলের হাল ধরবেন। টি-২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কারও কোচ বদল হয়েছে। নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। তিনিও ভারতের বিরুদ্ধে সিরিজের মাধ্যমেই শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরু করছেন।

৩ বছর পর শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে ভারত

২০২১ সালের জুলাইয়ে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেবার দলের অস্থায়ী কোচ ছিলেন রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। ওডিআই সিরিজে ২-১ জয় পায় ভারত। টি-২০ সিরিজে ২-১ জয় পায় শ্রীলঙ্কা। এবার প্রথমসারির দল পাঠাতে পারে বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suryakumar Yadav: 'আমার যা ঠিক মনে হয়েছে করেছি, সবাইকে খুশি রাখা সম্ভব নয়,' ক্যাচ-বিতর্কে ছক্কা হাঁকালেন সূর্যকুমার

India vs Zimbabwe: তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ভারত

কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়! কোন পদ তাঁর জন্য ভেবে রেখেছেন শাহরুখরা?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?