গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেটে শুধুই অবনতি দেখা যাচ্ছে। এবারের টি-২০ বিশ্বকাপেও ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। এই ব্যর্থতার দায় নিলেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা।
টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে এই ফর্ম্যাটে শ্রীলঙ্কার অধিনায়ক পদ থেকে সরে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২৬ জুলাই শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। তার আগে হাসারঙ্গা পদত্যাগ করায় সমস্যায় পড়ে গেল শ্রীলঙ্কা দল। যদিও এই ক্রিকেটারের দাবি, দলের স্বার্থেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলের প্রতি দায়বদ্ধতার কথাও জানিয়েছেন হাসারঙ্গা। তিনি খেলোয়াড় হিসেবে দলের প্রতি অবদান রাখার কথাও জানিয়েছেন। পদত্যাগপত্রে হাসারঙ্গা লিখেছেন, ‘শ্রীলঙ্কা সবসময় একজন খেলোয়াড় হিসেবে আমার কাছ থেকে সেরা প্রচেষ্টা পাবে। আমি সবসময় দলকে সমর্থন করব এবং দলের পাশে থাকব। সবসময় দলীয় নেতৃত্বের পাশেও থাকব।’
শ্রীলঙ্কা ক্রিকেটে বদল
টি-২০ বিশ্বকাপের পরেই পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন। ৪৯ বছর বয়সি সিলভারউড ইংল্যান্ড দলেরও কোচ ছিলেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সিলভারউডের পরিবর্তে শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সনৎ জয়সূর্য। এবার পদত্যাগ করলেন হাসারঙ্গা। তাঁর পদত্যাগপত্রও গ্রহণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিতে চায়, আমাদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবেন হাসারঙ্গা।’
ভারতের বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ শ্রীলঙ্কার
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে শ্রীলঙ্কা। টি-২০ সিরিজে হাসারঙ্গার পরিবর্তে কে অধিনায়ক হিসেবে থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রথমবার শ্রীলঙ্কার কোচ হিসেবে থাকছেন জয়সূর্য। তিনি ক্রিকেটার হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছেন। এবার কোচ হিসেবেও সাফল্য পেতে চান এই প্রাক্তন ক্রিকেটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India vs Sri Lanka: সীমিত ওভারের সিরিজ, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু গম্ভীরের
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত, আইসিসিকে সাফ জানাল BCC
India vs Zimbabwe: তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ভারত