IND vs ENG Women: হরমনপ্রীতের 'হার না মানা' সেঞ্চুরি এবং ক্রান্তির ৬ উইকেট! ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের

Published : Jul 23, 2025, 01:17 PM ISTUpdated : Jul 23, 2025, 02:33 PM IST
IND vs ENG Women: হরমনপ্রীতের 'হার না মানা' সেঞ্চুরি এবং ক্রান্তির ৬ উইকেট! ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের

সংক্ষিপ্ত

IND vs ENG Women: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করে প্রথম বিদেশি ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন হরমনপ্রীত।

IND vs ENG Women: ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, ১৩ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India defeats England in ODI series)। মঙ্গলবার, প্রথমে ব্যাট করে অধিনায়ক হরমনপ্রীত কৌরের দুরন্ত সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে ভারত (Harmanpreet Kaur record-breaking century)। 

জবাবে ইংল্যান্ডের ইনিংস ৪৯.৫ ওভারে ৩০৫ রানেই শেষ হয়ে যায় 

৯৮ রান করে বেশ ভালো লড়াই দেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কাইভার। এছাড়াও হাফ সেঞ্চুরি করেন এমা ল্যাম্ব। কিন্তু তারপরেও জিততে পারেনি ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জয় পেয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে আবার ইংল্যান্ড ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ফলে, সিরিজের ফলাফল দাঁড়ায় ১-১। অতএব, তৃতীয় ম্যাচটি রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে যায়। যে দল জিতবে, সিরিজ তাদের! এইরকম পরিস্থিতি।

 

 

প্রসঙ্গত, এর আগে টি-২০ সিরিজ জিতে নেওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দল এবার একদিনের সিরিজ জিতেও ঐতিহাসিক সাফল্য নিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরছে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে প্রিয়াঙ্কা রাওয়াত করেন ২৬ রান এবং স্মৃতি মান্ধানার সংগ্রহে ছিল ৪৫ রান। ফলে, ভারতের শুরুটা বেশ ভালোই হয়। ওপেনিং জুটিতে তারা ৬৪ রান যোগ করেন। 

এরপর হারলিন দিওলও করেন ৪৫ রান। সঙ্গে হরমনপ্রীত মিলে ভারতকে ১০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করেন

খেলার ৩৩তম ওভারে, হারলিন দিওল আউট হওয়ার পর, জেমিমা রদ্রিগেজ খেলেন ৪৫ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং ঋচা ঘোষ করেন ১৮ বলে ৩৮ রান। হরমনপ্রীতের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। শেষ ১০ ওভারে, ভারত ১২০ রান যোগ করে স্কোরবোর্ডে। একদিনের ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি পাওয়া হরমনপ্রীত ৪৯তম ওভারে গিয়ে আউট হন।

 

 

জবাবে ব্যাট করতে নেমে, ইংল্যান্ড ওপেনার অ্যামি জোন্স মাত্র ৪ করে প্যাভিলিয়নে ফিরে যান এবং ট্যামি বিউমন্ট করেন ২ রান। ফলে, শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। এমা ল্যাম্ব এবং ন্যাট স্কাইভার মিলে ইংল্যান্ডকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেও, পাঁচ ওভারের ব্যবধানে স্কাইভারকে দীপ্তি শর্মা এবং ল্যাম্বকে শ্রী চরণি আউট করে দিতেই ইংল্যান্ডের জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়। 

সোফি ডানক্লি করেন ৩৪ রান, অ্যালিস ডেভিডসনের ঝুলিতে ৪৪ এবং শার্লট ডিনের সংগ্রহে ২১ রান। তবে তাদের এই লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ, মাত্র ৫২ রান দিয়ে ৬ উইকেট নেওয়া ক্রান্তি গৌড়ের দুর্দান্ত বোলিংয়ের সামনে কার্যত, গুটিয়ে যায় ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপ। সেই সুবাদেই ভারত সহজ জয় ছিনিয়ে নেয়।

ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ৫ উইকেট নেওয়া দ্বিতীয় কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হলেন ১৮ বছর বয়সী এই ক্রান্তি গৌড়। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের জন্য একদিনের এবং টি-২০ সিরিজ একসাথে জিতল ভারত। সেইসঙ্গে, একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে, তিনটি সেঞ্চুরি করা প্রথম বিদেশি ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন হরমনপ্রীত। এছাড়াও বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ৬ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হলেন ক্রান্তি গৌড়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম