
IND vs ENG 4th Test: দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। পাঁচ ম্যাচের সিরিজে, চতুর্থ টেস্টে নামার আগে চোটই সম্ভবত ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি বুধবার থেকে আজ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ড এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে ফিরে আসে ভারত। তবে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচটিতে আবার ২২ রানে জয় পেয়ে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তাই ম্যাঞ্চেস্টার টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। নাহলে সিরিজে হারতে হবে।
দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তৃতীয় টেস্টে চোট পাওয়া আকাশদীপও চতুর্থ টেস্টে আর খেলতে পারবেন না। এমনকি, অনুশীলনে চোট পাওয়া আর্শদীপ সিংও এই ম্যাচে মাঠে নামবেন না বলেই জানা যাচ্ছে। অপরদিকে, তৃতীয় টেস্টে চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ যদি চতুর্থ টেস্টে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামেন, তাহলে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল।
বুমরা ছাড়াও তরুণ পেসার অংশুল কাম্বোজের টেস্ট অভিষেক হতে পারে এদিন। অধিনায়ক শুভমান গিল অবশ্য আরেক পেসার প্রসিধ কৃষ্ণের খেলার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬.২০ ব্যাটিং গড় থাকায় কাম্বোজের ব্যাটিং দক্ষতা তরুণ এই তারকার পক্ষে যাবে বলেই মনে করছেন অনেকে।
এছাড়া তিন নম্বরে করুণ নায়ারের পরিবর্তে দলে আসতে পারেন সাই সুদর্শন। ম্যাচের আগেরদিন তিনি নেটে দীর্ঘক্ষণ অনুশীলনও করেছেন। স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজাকে ধরে রাখা হবে কিনা তাও বড় প্রশ্নের মুখে।
চতুর্থ টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার/সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর/শার্দুল ঠাকুর, অংশুল কাম্বোজ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।