দুরন্ত ডবল সেঞ্চুরি করে মুম্বইকে ইরানি ট্রফি জিতিয়েছিলেন, সেই তারকাই কিনা বাদ রঞ্জিতে! কেন?

Published : Oct 08, 2024, 07:58 PM IST
Mumbai Cricket

সংক্ষিপ্ত

সদ্য ইরানি ট্রফি (Irani Trophy 2024) জিতেছে মুম্বই (Mumbai)। আর মুম্বইয়ের সেই ইরানি ট্রফি জয়ের অন্যতম নায়ক তিনিই।

সদ্য ইরানি ট্রফি (Irani Trophy 2024) জিতেছে মুম্বই (Mumbai)। আর মুম্বইয়ের সেই ইরানি ট্রফি জয়ের অন্যতম নায়ক তিনিই।

২৬ বছর পর তাঁর ব্যাটে ভর করেই ইরানি এসেছে মুম্বইয়ের ঘরে। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে কার্যত, নজর কাড়েন সবার এবং করেন গুরুত্বপূর্ণ ২২২ রান। আর এবার সামনে রয়েছে রঞ্জি ট্রফি। কিন্তু খুব অদ্ভুতভাবেই মুম্বইয়ের স্কোয়াডে নেই সরফরাজ খান (Sarfaraz Khan)।

আগামী ১১ অক্টোবর মুম্বইয়ের প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। আর তারপরের ম্যাচটি রয়েছে মহারাষ্ট্রের সঙ্গে। দুটি ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগই পাননি সরফরাজ। ফলে, ক্রিকেটমহলের ধারণা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেতে পারেন তিনি।

কারণ, আগামী ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রথম একাদশে ছিলেন না সরফরাজ। এমনকি, ইরানি ট্রফির জন্যও তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তাছাড়া আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে। মুম্বইয়ের দলে রয়েছেন অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আইয়ার। যদি সরফরাজকে জাতীয় দলের জন্য ধরে রাখা হয়, তাহলে স্বাভাবিকভাবেই শ্রেয়স এবং রাহানে দলে সুযোগ পাবেন না। রাহানে অবশ্য অনেকদিন ধরেই জাতীয় দলে নেই।

অন্যদিকে, মুম্বইয়ের দলে নেই সরফরাজের ভাই মুশির খানও। ইদানিং দুরন্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে গিয়েছেন আপাতত। যদিও মুম্বইয়ের ইরানি জয়ের সেলিব্রেশনে দাদার সঙ্গে শামিল হলেন মুশিরও। ট্রফি নিয়ে একসঙ্গে ছবিও তোলেন তারা।

তাদের সঙ্গে ছিলেন তাদের বাবা নৌশাদ খানও। এই ট্রফি জয়ের জন্য মুম্বই ক্রিকেট সংস্থা থেকে ক্রিকেটারদের জন্য এক কোটি টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত