IPL: কেকেআর কি আদৌ তাঁকে রিটেইন করবে? চিন্তায় আছেন এই নাইট তারকা, কী বললেন জানুন

Published : Oct 08, 2024, 06:28 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কি তাঁকে রিটেইন করবে? প্রায় ৬ বছর ধরে তিনি কেকেআরের স্কোয়াডে রয়েছেন। এমনকি, কেকেআর দলের নেতৃত্বও সামলেছেন তিনি। আর এবার সামনেই মেগা নিলাম। অথচ এখনও তিনি জানেন না যে, শাহরুখ খানের দল তাঁকে রিটেইন করবে কিনা?

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কি তাঁকে রিটেইন করবে? প্রায় ৬ বছর ধরে তিনি কেকেআরের স্কোয়াডে রয়েছেন। এমনকি, কেকেআর দলের নেতৃত্বও সামলেছেন তিনি। আর এবার সামনেই মেগা নিলাম। অথচ এখনও তিনি জানেন না যে, শাহরুখ খানের দল তাঁকে রিটেইন করবে কিনা?

তিনি হলেন নীতীশ রানা। তাঁর কথায়, “আমি প্রায় সাত বছর ধরে কেকেআর-এর হয়ে খেলছি। তবে আমাকে আদৌ রিটেইন করা হবে কিনা, সেটা জানিনা। তাছাড়া এই বিষয়টা আমার হাতেও নেই। এটা পুরোপুরি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের বিষয়। আমার সঙ্গে কেউ এখনও যোগাযোগ করেনি। আমি প্রতি বছর কেকেআর-এর হয়ে রান করেছি। যদি ওরা আমাকে দলের সম্পদ মনে করে, তাহলে নিশ্চয়ই রিটেইন করবে।”

তবে নীতীশের জন্য লড়াইটা কিন্তু বেশ কঠিন। কারণ, এবার মেগা নিলামের আগে প্রতিটি ফ্র‌্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড প্লেয়ারকে রিটেইন করতে পারবে। সঙ্গে একজন করে আনক্যাপড প্লেয়ার। নাইটদের হাতে শ্রেয়স, রিঙ্কু, রাসেল, নারিন, বরুণ, হর্ষিতের মতো ক্রিকেটাররা ইতিমধ্যেই রয়েছে।

সেখানে ৩০ বছর বয়সী নীতীশের জায়গা পাওয়াটা বেশ কঠিন বলেই মনে করছে ক্রিকেটমহল। তবে এটাও ঠিক যে, গত মরশুম বাদ দিলে প্রতি বছরই নীতীশ ৩০০-র উপর রান করেছেন। গড় প্রায় ৩০। যার মধ্যে মধ্যে আবার ২০২৩ সালে ৪১৩ রান করেন তিনি। সেই মরশুমে নেতৃত্বের দায়িত্বও সামলাতে হয়েছিল নীতিশকেই।

প্রসঙ্গত, আইপিএলে রিটেনশন(IPL Retention) সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই চলে এসেছে। গত আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন অনেকেই। তবে সেই তুলনায় একেবারেই ছন্দে ছিলেন না নীতীশ রানা(Nitish Rana)। খেলেছেন মাত্র ২টি ম্যাচ। করেছেন মাত্র ৪২। তার মধ্যে সর্বোচ্চ স্কোর ৩৩। তাহলে কি কেকেআর তাঁকে এবার রিটেন করবে? উত্তর দেবে সময়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?