বুধবার শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ। এই টুর্নামেন্ট ঘিরে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সম্প্রচারের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। ভারতে প্রথমবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সাঙ্কেতিক ভাষায় ম্যাচের ধারাভাষ্য দেওয়া হবে। এছাড়া যে ধারাভাষ্য শোনা যাবে, তা ভালোভাবে বোঝার জন্যও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে ক্রিকেট উপভোগ করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা করছে জিওস্টার নেটওয়ার্ক। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সাঙ্কেতিক ভাষা বোঝে এবং তাঁদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়, এমন এক সংস্থার সঙ্গে চুক্তি করেছে জিওস্টার। এই উদ্যোগের জন্য ২০২৪ সালে জাতীয় পুরস্কার জিতেছে জিওস্টার। এবার এই সংস্থা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশেষ ব্যবস্থা করেছে।

কীভাবে দেখা যাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি?

ভারতে টেলিভিশনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেলে। ইংরাজি ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। প্রথমবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচ। বাংলা, হিন্দি, ইংরাজি, মারাঠি, হরিয়ানভি, ভোজপুরী, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। ফলে টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবে সরাসরি দেখা যাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। 

রেডিওতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য

ভারতে এখন বেশিরভাগ মানুষের হাতেই স্মার্টফোন। ফলে রেডিও এখন আর দেখা যায় না বললেই চলে। তবে কিছু মানুষ এখনও নিয়মিত রেডিও শোনেন। তাঁদের কথা ভেবেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য সম্প্রচার করবে অল ইন্ডিয়া রেডিও।

ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ

বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তারপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ গ্রুপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। শনিবারই দুবাই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা সদ্য টি-২০, ওডিআই সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন। ফলে ভারতীয় ক্রিকেটাররা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার শুরুটা ভালোভাবে করাই ভারতীয় দলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'চ্যাম্পিয়ন' দলের প্রস্তুতি শুরু, সোমবার পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ

'চোর-ভিখারিদের প্রবেশ নিষেধ,' চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না আমিরশাহি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফর্মে ফিরতে পারবেন এই ব্যাটাররা? আশা ভারতীয় তারকাকে নিয়েও