কাঁধে চোট, রবিবার চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে খেলবেন না ম্যাট হেনরি?

Published : Mar 06, 2025, 07:22 PM ISTUpdated : Mar 06, 2025, 07:47 PM IST
Matt Henry

সংক্ষিপ্ত

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। ২৫ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে অনিশ্চিত নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তিনি বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কাঁধে চোট পান। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৯-তম ওভারে চোট পান হেনরি। লং অন থেকে দৌড়ে হেইনরিক ক্লাসেনের চোট নিতে যান দক্ষিণ আফ্রিকার এই পেসার। তাঁর ডান কাঁধ মাটিতে ধাক্কা খায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন হেনরি। তিনি চিকিৎসার জন্য মাঠের বাইরে যেতে বাধ্য হন। পরে অবশ্য মাঠে ফেরেন এই পেসার। তিনি আরও দুই ওভার বোলিং করেনএবং কাগিসো রাবাডার উইকেট পান। ৭ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন হেনরি। তিনি নিউজিল্যান্ডের বোলিং বিভাগের অন্যতম ভরসা। ফলে ফাইনালে এই পেসার খেলতে না পারলে সমস্যায় পড়বে কিউয়িরা।

হেনরির চোট গুরুতর?

হেনরির চোটের বিষয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কী, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ওর কাঁধ একটু ফুলে আছে। আমাদের দু'দিন অপেক্ষা করতে হবে। তারপর দেখতে হবে ওর কী অবস্থা।' বুধবার সেমি-ফাইনাল খেলার পর ফাইনালের আগে তিনদিন সময় পাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ফলে ফিট হয়ে ওঠার জন্য সময় পাচ্ছেন হেনরি। তাঁর চোট গুরুতর না হলে ফিট হয়ে উঠে ফাইনালে খেলার চেষ্টা করবেন।

১৬ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড

২০০৯ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। ১৬ বছর পর কিউয়িরা এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। ২০০০ সালে আইসিসি নক-আউট ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত এই দু'বারই আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই হয়েছে। দু'বারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে ভারতীয় দল পিছিয়ে রয়েছে। রবিবার জয় পেতে মরিয়া ভারতীয় ক্রিকেটাররা। চলতি টুর্নামেন্টে একমাত্র ভারতীয় দলই অপরাজিত। ফাইনালেও অপরাজিত থাকাই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা