'চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেল গদ্দাফি স্টেডিয়াম,' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম

Published : Mar 06, 2025, 04:58 PM ISTUpdated : Mar 06, 2025, 05:15 PM IST
icc championsh trophy and pakistan stadiums

সংক্ষিপ্ত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করতে পারছে না পাকিস্তান। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা যাচ্ছে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তানেই হচ্ছে না এই টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ এ-তে ভারতের সব ম্যাচই হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারত-অস্ট্রেলিয়া সেমি-ফাইনালও হয়েছে দুবাইয়ে। রবিবার ভারত-নিউজিল্যান্ড ফাইনালও হতে চলেছে দুবাইয়ে। হাইব্রিড মডেলে আগেই ঠিক হয়েছিল, ভারত ফাইনালে পৌঁছলে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে দুবাইয়ে সরে যাবে ম্যাচ। ঠিক সেটাই হয়েছে। এই ঘটনা নিয়ে পাকিস্তানকে ব্যঙ্গ করছেন ভারত ও আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেট মহল এই ব্যঙ্গের জবাব দিতে পারছে না। কারণ, সবদিক থেকেই মুখ পুড়েছে পাকিস্তানের। টুর্নামেন্ট শুরু হওয়ার পর এক সপ্তাহ কাটার আগেই মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা ছিটকে গিয়েছেন। গ্রুপে তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারের পর বৃষ্টির জন্য বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায়। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকে আয়োজক দেশ।

সংগঠক হিসেবেও ব্যর্থ পাকিস্তান

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন হতশ্রী ছিল, তেমনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। এই টুর্নামেন্টে রাওয়ালপিন্ডি ও লাহোর মিলিয়ে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। খারাপ আউটফিল্ড, মাঠ ঢেকে রাখার ব্যবস্থা না থাকা, মাঠ শুকনো করার উপযুক্ত ব্যবস্থা না থাকা, উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাবের কারণেই ম্যাচ ভেস্তে গিয়েছে। বিপুল অর্থ খরচ করে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচির স্টেডিয়াম সংস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু লাহোরে বৃষ্টির সময় স্টেডিয়ামের ছাদ চুঁইয়ে গ্যালারিতে জল পড়েছে। এই ঘটনায় পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাই বিরক্ত।

 

 

 

রবিবার চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

রবিবার পঞ্চমবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। অন্য কোনও দল এতবার এই টুর্নামেন্টের ফাইনালে খেলেনি। ভারতীয় দল ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে এবং ২০১৩ সালে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তৃতীয় খেতাব জিতে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে সফলতম দল হয়ে ওঠার লক্ষ্যে ভারত।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে