
টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের সম্প্রতি স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। প্রায় পাঁচ বছরের বিবাহিত জীবন কাটানোর পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি চলছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। তবে, সরকারিভাবে বিবাহবিচ্ছেদের পর এখন তাঁরা দু'জনেই নিজেদের জীবনে ব্যস্ত। একদিকে ধনশ্রী তাঁর চলচ্চিত্রের শ্যুটিং এবং গান নিয়ে ব্যস্ত। অন্যদিকে, চাহালকে ক্রিকেটের বাইরে অনেক কিছু করতে দেখা যাচ্ছে। তবে কয়েকদিন পরেই তিনি আইপিএল-এ খেলতে ব্যস্ত হয়ে পড়বেন।
দুবাইয়ে রহস্যময়ী মহিলার সঙ্গে চাহাল
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় ক্রিকেটার চাহালকে গ্যালারিতে দেখা গিয়েছে। তবে অনুরাগীদের জন্য চমক রয়েছে। চাহাল একা ছিলেন না। গ্যালারিতে তাঁর সাথে ছিলেন এক রহস্যময়ী মহিলা। দু'জনেই ভারতীয় দলকে সমর্থন করছিলেন। ভারতের বোলাররা যখন উইকেট পাচ্ছিলেন, তখন তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন এবং মজা করছিলেন। ক্যামেরাম্যান হঠাৎ তাঁদের দিকে ফোকাস করায় ফ্যানেরা অবাক হয়ে যান। অনেকে বলছেন এই মহিলা আর জে মাহবশ। তবে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
গ্যালারিতে বসে স্পিনারদের দাপট দেখলেন চাহাল
লেগ-স্পিনার চাহাল বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও তিনি সুযোগ পাননি। এই টুর্নামেন্টে ভারতীয় দলের চার স্পিনার বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব খেলছেন। রবিবার ফাইনাল ম্যাচেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর টিম ইন্ডিয়ার আধিপত্য ছিল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে। তাঁদের কোনও ব্যাটারই ভারতীয় স্পিন বুঝতে পারেনি। বরুণ ও কুলদীপ জোড়া উইকেট নেন। জাডেজা ও মহম্মদ শামি একটি করে উইকেট পান। গ্যালারিতে বসে স্পিনারদের দাপট দেখলেন চাহাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।