
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের যে ১৫ জনের দল গঠন করা হয়েছে, সে বিষয়ে এবার মুখ খুললেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর। তিনি দল গঠনের তীব্র সমালোচনা করেছেন। এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, নিজেদের দেশে খেলা হলেও, দল গঠনের ক্ষেত্রে ভুল করা হয়েছে। এই পরিবেশ-পরিস্থিতিতে খেলার মতো উপযুক্ত ক্রিকেটারদের দলে রাখা হয়নি। এই কারণেই ব্যর্থ হল পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনি বা ইউনিস খানকে অধিনায়ক করা হলেও পাকিস্তানের এই দল সাফল্য পাবে না বলেও দাবি করেছেন সানা। তাঁর বক্তব্য, ‘যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে, সেই দলে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি বা ইউনিস খানকে নিয়ে এলেও কিছু হবে না। কারও পক্ষেই কিছু করা সম্ভব হবে না। কারণ, খেলার পরিবেশের কথা মাথায় রেখে দল গঠন করা হয়নি।’
নিজেদের দেশেই লজ্জায় পাকিস্তান
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। এরপর রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পর্যুদস্ত হন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। সোমবার এই গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যেতেই একসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপের সেরা হওয়ার লড়াই। বাংলাদেশ ও পাকিস্তান তৃতীয়-চতুর্থ স্থানের জন্য লড়াই করবে। -১.০৮৭ নেট রান রেট নিয়ে গ্রুপে সবার শেষে পাকিস্তান। এই পারফরম্যান্সের জন্য পিসিবি ও ক্রিকেটারদের তীব্র সমালোচনা করছেন পাকিস্তানের প্রাক্তন পুরুষ ক্রিকেটাররা। এবার প্রাক্তন মহিলা ক্রিকেটারও সরব হলেন।
পাকিস্তানের নামী ক্রিকেটার সানা
পাকিস্তানের হয়ে ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত ৬৫টি টি-২০ এবং ৭২টি ওডিআই ম্যাচ খেলেছেন সানা। তিন ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘আমি ম্যাচ দেখছিলাম। তখন আমার এক বন্ধু বার্তা পাঠায়, ভারত ২ উইকেটে ১০০ রান করে ফেলেছে। আমার মনে হয়, ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয়, দল গঠনের সময়ই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মিথ্যা প্রমাণিত আইআইটি বাবার ভবিষ্যৎবাণী, পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জেতালেন বিরাট
সচিন তেন্ডুলকরের আরও এক রেকর্ড ভাঙলেন, ওডিআই ফর্ম্যাটে নতুন নজির বিরাট কোহলির