সংক্ষিপ্ত

সবার নিজের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকা উচিত। অন্য ক্ষেত্রে অযাচিতভাবে নাক গলালে বিড়ম্বনায় পড়তে হয়। আইআইটি বাবার ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে।

তিনি বলেছিলেন, পাকিস্তানকে হারাতে পারবে না ভারত। বিরাট কোহলির পক্ষেও কিছু করা সম্ভব হবে না। স্বয়ং ভগবান এই বার্তা পাঠিয়েছেন। কিন্তু রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের পর বিড়ম্বনায় পড়েছেন আইআইটি বাবা ওরফে ওরফে অভয় সিং। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। অনেকেই এই সন্ন্যাসীকে ব্যঙ্গ করছেন। ভারত হেরে যাবে বলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। রবিবার ভারতীয় দল সহজেই পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় আইআইটি বাবাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর সমালোচনা করছেন।

কেন বিতর্কে আইআইটি বাবা?

ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইআইটি বাবা বলেন, 'আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, ভারত এবার জিততে পারবে না। যাঁরাই খেলুন না কেন, বিরাট কোহলি বা অন্য কেউ, সবাইকে বলে দিন, আজ ম্যাচ জিতিয়ে দেখান। এখন আমি যখন বলে দিয়েছি জিতবে না তো জিতবে না। ভগবান বড় না আপনি বড়?' কিন্তু ম্যাচের ফল হল উল্টো। অপরাজিত শতরান করে ভারতকে জেতালেন বিরাট। পাকিস্তানকে সহজেই ৬ উইকেটে হারিয়ে গ্রুপ এ-তে এক ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলল ভারতীয় দল। ফলে আইআইটি বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হল। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছে।

 

 

 

শ্রদ্ধা হারিয়েছেন আইআইটি বাবা

আইআইটি বম্বের প্রাক্তনী অভয় কানাডায় মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছিলেন। তবে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার টানে সন্ন্যাস গ্রহণ করেছেন। প্রয়াগরাজে মহাকুম্ভের সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়। এরপর দেশজুড়ে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এই আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা করতে শুরু করেন। কিন্তু রবিবার ভারত হেরে যাবে বলায় অনেকেই ক্ষুব্ধ। আইআইটি বাবার প্রতি অনেকেরই ভক্তি-শ্রদ্ধা কমে গিয়েছে। ভারতীয় দল জেতার পর অনেকেরই নিশানায় এই সন্ন্যাসী।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সচিন তেন্ডুলকরের আরও এক রেকর্ড ভাঙলেন, ওডিআই ফর্ম্যাটে নতুন নজির বিরাট কোহলির

পাশে সানি দেওল, ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে সিএসকে জার্সি পরে ধোনি

চোটের জন্য দলে নেই, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের উৎসাহ দিতে দুবাইয়ে জসপ্রীত বুমরা