
ভারী ব্যাট আর নয়। এবারের আইপিএল-এর আগে ব্যাটের ওজন কমিয়ে ফেললেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি এবারের আইপিএল-এ নতুন ব্যাট নিয়ে খেলবেন। এবার আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলছেন ধোনি। তিনি আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিজের শহর রাঁচিতে অনুশীলন চালাচ্ছেন এই তারকা। সিএসকে-র প্রস্তুতি শিবির শুরু হওয়ার আগে ফিট হয়ে উঠতে চাইছেন ধোনি। তিনি এমনিতেই অনেক তরুণ ক্রিকেটারের চেয়ে বেশি ফিট। তবে গত কয়েক মাস খেলার মধ্যে নেই। এই কারণে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য কিছুটা সময় দরকার। সে কথা মাথায় রেখেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ধোনি।
ধোনির ব্যাটের ওজন কত?
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধোনি সাধারণত ১,২৫০ থেকে ১,৩০০ গ্রাম ওজনের ব্যাট নিয়ে খেলেন। কিন্তু এবারের আইপিএল-এ তাঁর ব্যাটের ওজন ১০ থেকে ২০ গ্রাম কমছে। ভারতীয় দলের হয়ে খেলার সময় ধোনিই সবচেয়ে বেশি ওজনের ব্যাট নিয়ে খেলতেন। তবে এবার তিনি ব্যাটের ওজন কিছুটা কমাচ্ছেন। ধোনির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, উত্তরপ্রদেশের মীরাটের এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ধোনিকে চারটি ব্যাট পাঠিয়েছে। প্রতিটি ব্যাটের ওজন ১,২৩০ গ্রাম। ওজন ছাড়া অন্য কোনও বদল আনা হয়নি। সেই ব্যাটগুলি নিয়েই আইপিএল-এ খেলতে পারেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক।
কবে শুরু সিএসকে-র প্রস্তুতি
সিএসকে সূত্রে খবর, বিসিসিআই-এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ৯ মার্চ পর্যন্ত এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করা যাবে না। এই কারণে ১০ মার্চের আগে সিএসকে-র প্রস্তুতি শিবির শুরু হচ্ছে না। সিএসকে ম্যানেজমেন্ট এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। চিপকের বদলে অন্য কোথাও প্রস্তুতি শিবির করা হবে কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। এই কারণেই ধোনি ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলকে ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাশে সানি দেওল, ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে সিএসকে জার্সি পরে ধোনি
টেনিসটাও ভালোই খেলেন, বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও
আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড, চেন্নাই সুপার কিংসেই মহেন্দ্র সিং ধোনি