চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে করাচিতে ফের করোনার হানা, কতটা সুরক্ষিত ক্রিকেটাররা?

Published : Feb 18, 2025, 05:30 PM ISTUpdated : Feb 18, 2025, 05:43 PM IST
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে করাচিতে ফের করোনার হানা, কতটা সুরক্ষিত ক্রিকেটাররা?

সংক্ষিপ্ত

করাচিতে শ্বাসকষ্টজনিত রোগের (Respiratory Diseases) সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। H1N1, করোনা (Covid-19) এবং অন্যান্য সংক্রমণের কারণে পাকিস্তানের এই শহরে স্বাস্থ্য সঙ্কট তীব্র আকার ধারণ করছে। 

বুধবার পাকিস্তানের শহর করাচিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ হতে চলেছে। কিন্তু তার আগে এই শহরে শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৮ জনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ১১৯ জন H1N1 ইনফ্লুয়েঞ্জার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিসংখ্যান করাচি শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে নথিভুক্ত হয়েছে। প্রকৃতপক্ষে, পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থার কারণেও এখানে মহামারী চরমে পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী, করাচি শহরের বেশিরভাগ মানুষ ভুয়ো চিকিৎসকদের উপর নির্ভরশীল। বাংলাদেশে যেমন চিকিৎসা ব্যবস্থা বলে কার্যত কিছু নেই, করাচিতেও সেই একই অবস্থা। ভুয়ো চিকিৎসকরা কঠিন রোগ সারাতে পারছে না।

সংক্রমণ নিয়ে উদ্বেগ

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, করাচির বেসরকারি হাসপাতালগুলিতে ৯৯ জন এবং ডাউ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ২০ জন রোগীর শরীরে H1N1 সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও, করাচি শহরে ৯৫ জন ইনফ্লুয়েঞ্জা A এবং B সংক্রমিত বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণেরও বেশ কিছু ঘটনা সামনে এসেছে:

  • করোনাভাইরাস (Covid-19): ৮টি ঘটনা।
  • রাইনোভাইরাস (Rhinovirus): ১৫টি ঘটনা।
  • রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (RSV): ২টি ঘটনা।

উদ্বেগে স্বাস্থ্য বিভাগ

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁরা সংক্রমণ রোধ করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন:

  • মাস্ক পরুন এবং জনবহুল অঞ্চলে যাওয়া এড়িয়ে চলুন।
  • বারবার হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন।
  • অসুস্থ হলে বাড়িতে থাকুন এবং ২৪ ঘন্টা কারও সঙ্গে দেখা করবেন না।
  • সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ভ্রমণ এড়িয়ে চলুন।

ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা

করাচি পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী হওয়া সত্ত্বেও, এখানকার সরকারি হাসপাতালগুলির অবস্থা করুণ। সরকারি হাসপাতালগুলিতে বিছানা, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব রয়েছে। যার ফলে রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছেন না। বেসরকারি হাসপাতালগুলি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেখানে চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে। করাচিতে জনসংখ্যা বাড়ছে। একইসঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ, অন্যান্য সংক্রমণজনিত রোগ বাড়ছে। এর ফলে করাচির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা পরিষেবার অভাবের কারণে অননুমোদিত চিকিৎসক এবং ভুয়ো ডাক্তারদের কাছে যাওয়ার জন্য অনেক মানুষ বাধ্য হচ্ছেন। এর ফলে ভুল চিকিৎসা এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যা স্বাস্থ্য সঙ্কটকে আরও গুরুতর করে তুলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাবা মারা যাওয়ায় দেশে ফিরলেন বোলিং কোচ, চ্যাম্পিয়নস ট্রফির আগে ধাক্কা ভারতের

ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের দুবাই যাওয়া নিয়ে অবস্থান বদল বিসিসিআই-এর, নতুন নিয়ম কী?

অনুশীলনে সেই বাঁ হাঁটুতেই চোট পেলেন, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন ঋষভ পন্থ?

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত