বুধবার শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ভারতীয় দলের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। তবে তার আগে নানা কারণে চাপে পড়ে গিয়েছে ভারতীয় শিবির।

বাবা মারা যাওয়ায় জরুরি ভিত্তিতে দুবাই ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার বাবা অ্যালবার্টের মৃত্যুর খবর পান মর্কেল। এরপরেই তিনি দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়ির উদ্দেশে রওনা হন। শনিবার ভারতীয় দলের সঙ্গেই দুবাই পৌঁছন বোলিং কোচ। রবিবার দলের প্রথম অনুশীলনের সময়ও তিনি ছিলেন। কিন্তু সোমবার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর আর দলের সঙ্গে থাকতে পারেননি মর্কেল। তিনি বাবার শেষকৃত্য সম্পন্ন করে ফের ভারতীয় দলে যোগ দিতে পারেন। তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের বোলিং কোচ দুবাইয়ে ফিরবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাবার ঘনিষ্ঠ ছিলেন মর্কেল

পরিবারে বাবার সঙ্গেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল মর্কেলের। তিনি সব বিষয়ে বাবার উপদেশ নিতেন। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগেও বাবার সঙ্গে কথা বলেছিলেন তিনি। এ বিষয়ে বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মর্কেল জানান, ‘ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য কথোপকথনের পর আমি ঘরে বসে পাঁচ মিনিট ভাবি। তারপর বাবাকে প্রথম ফোন করি। তিনি আমার সঙ্গে কথা কথা বলেন। আমি স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে বিবাহিত পুরুষরা স্ত্রীর সঙ্গেই আলোচনা করে। কিন্তু আমি বাবার সঙ্গে আলোচনা করি। আমার বাবা দীর্ঘদিন ধরে ক্রিকেটের অনুরাগী। তিনি জানতেন কী হতে চলেছে। ফলে বাবার সঙ্গে আলোচনা আমার কাছে বিশেষ ছিল। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি পাঁচ-সাত মিনিট নিজের সঙ্গে সময় কাটাই। সেই মুহূর্ত উপভোগ করি। তারপর পরিবারকে জানাই, আমার কাছে এই সুযোগ এসেছে। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি খুব খুশি।’

ভারতের বোলিং বিভাগ নিয়ে সমস্যা

চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। ফলে ভারতের পেস বোলিং আক্রমণের শক্তি কমে গিয়েছে। এরই মধ্যে বোলিং কোচ দেশে ফিরে যাওয়ায় ভারতের বোলিং বিভাগে সমস্যা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের দুবাই যাওয়া নিয়ে অবস্থান বদল বিসিসিআই-এর, নতুন নিয়ম কী?

অনুশীলনে সেই বাঁ হাঁটুতেই চোট পেলেন, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন ঋষভ পন্থ?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কবে, কখন, কীভাবে দেখা যাবে ভারতের ম্যাচ?