
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকরের রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ শামি। এতদিন ভারতীয় বোলারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল আগরকরের। বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ৪৩-তম ওভারে জাকের আলির উইকেট নিয়ে এই নজির গড়লেন শামি। তাঁর আগে এই নজির গড়েন অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, আগরকর, জাহির খান, হরভজন সিং, কপিল দেব নিখাঞ্জ ও রবীন্দ্র জাডেজা। ওডিআই ফর্ম্যাটে সবমিলিয়ে ৪৩-তম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। আগরকর ওডিআই ফর্ম্যাটে ১৩৩-তম ইনিংসে বোলিং করার সময় ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। সেখানে ১০৩-তম ইনিংসেই ২০০ উইকেট নিলেন শামি। তিনি পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাককে টপকে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ওডিআই ফর্ম্যাটে ১০২ ইনিংসে ২০০ উইকেট নিয়ে সবার আগে।
বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট শামির
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান শামি। তিনি সেই বিশ্বকাপের ফাইনালের পর চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ২০২৪ সালের শেষদিকে মাঠে ফেরেন এই পেসার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো বোলিং করেন শামি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ১০ ওভার বোলিং করে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। তিনি ম্যাচের প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট নেন। এরপর সপ্তম ওভারে মেহিদি হাসান মিরাজকে ফিরিয়ে দেন শামি। তাঁর তৃতীয় শিকার হন জাকের। এরপর তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে আউট করে দেন শামি।
সবচেয়ে কম বল করে ২০০ উইকেট শামির
ওডিআই ফর্ম্যাটে ৫১২৬ বল করে ২০০উইকেট নিলেন শামি। তিনি এক্ষেত্রে সবার আগে। দ্বিতীয় স্থানে থাকা স্টার্ক ৫২৪০ বল করে ২০০ উইকেট নেন। ফলে আইসিসি টুর্নামেন্টে প্রত্যাবর্তনের ম্যাচ স্মরণীয় করে রাখলেন শামি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'দলের জন্য খেলছে না নিজের রানের কথা ভাবছে?' বাবর আজমের মন্থর ইনিংসের সমালোচনায় চেতেশ্বর পূজারা
চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ওপেনার, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চাপ বাড়ল পাকিস্তানের
হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলছেন, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?