হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলছেন, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো ব্যাটিং করার লক্ষ্যে বিরাট।

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই ৫ রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি?
এবারই হয়তো শেষ আইসিসি ইভেন্টে খেলছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর সামনে নতুন পাঁচ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রান ছাপিয়ে যাওয়ার সামনে বিরাট কোহলি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ১০৩ রান করলেই রিকি পন্টিংকে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন বিরাট কোহলি।
ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে বিরাট কোহলি
এবার ২৬৩ রান করতে পারলেই ক্রিস গেইলকে ছাপিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন বিরাট কোহলি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে অর্ধশতরান করতে পারলেই ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে ৬টি অর্ধশতরান করে সবার আগে দ্রাবিড়।
সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জেতার রেকর্ড স্পর্শ করার সামনে বিরাট কোহলি
পাঁচবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন রিকি পন্টিং। এবার ভারতীয় দল যদি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করবেন বিরাট কোহলি।
ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৪,০০০ রান করার রেকর্ড গড়ার পথে বিরাট কোহলি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ৩৭ রান করতে পারলেই ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৪,০০০ রান করার রেকর্ড গড়বেন বিরাট কোহলি।
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্স হওয়ার আফশোস মিটিয়ে নিতে চান বিরাট কোহলি
২০১৭ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এবার দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে বিরাট কোহলি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে ফর্মে ফেরার ইঙ্গিত বিরাট কোহলি
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো ব্যাটিং করার লক্ষ্যে বিরাট।
এবারই হয়তো শেষ আইসিসি ইভেন্টে খেলতে নামছেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি
২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে সম্ভবত খেলবেন না বিরাট কোহলি। তিনি হয়তো এবারই শেষ আইসিসি ইভেন্টে খেলছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে আরও একবার আইসিসি টুর্নামেন্ট জেতার লক্ষ্যে বিরাট কোহলি
বিরাট কোহলি একাধিকবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। তবে অবসর নেওয়ার আগে ফের চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য।