চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ওপেনার, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চাপ বাড়ল পাকিস্তানের

Published : Feb 20, 2025, 03:14 PM ISTUpdated : Feb 20, 2025, 04:01 PM IST
fakhar zaman

সংক্ষিপ্ত

নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা ভালোভাবে করতে পারেনি পাকিস্তান। ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে পাকিস্তান শিবিরে চাপ বেড়ে গিয়েছে।

রবিবার ভারতের বিরুদ্ধে খেলছেন না পাকিস্তানের ওপেনার ফকর জামান। বুধবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই ফিল্ডিং করার সময় চোট পান ফকর। সেই চোটের জন্যই তাঁর পক্ষে ভারতের বিরুদ্ধে খেলা সম্ভব হচ্ছে না। এর ফলে বড় ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হেরে বড় ধাক্কা খেয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। ভারতের কাছে হারলেই ছিটকে যাবে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে অভিজ্ঞ ওপেনার ফকরের খেলতে না পারা পাকিস্তান দলের উপর চাপ বাড়িয়েছে। ফকরের শূন্যস্থান পূরণ করা অত্যন্ত কঠিন।

কীভাবে চোট ফকরের?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। ৩০ গজ বৃত্তের মধ্যে ফিল্ডিং করছিলেন ফকর। শাহিন শাহ আফ্রিদির বলে ড্রাইভ করেন উইল ইয়াং। সেই বল ধরার জন্য ছুটে যান ফকর। তিনি ঝাঁপিয়ে পড়ে বল ধরে নেন। তবে নিজে চোট পান। যন্ত্রণায় কাতরাতে থাকেন ফকর। পাকিস্তান দলের চিকিৎসক মাঠে ছুটে যান। এরপর ব্যাটিং ওপেন করেননি ফকর। তিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ বলে ২৪ রান করেন। তাঁর ব্যাটিংয়ের ধরন দেখেই মনে হচ্ছিল চোটের জন্য সমস্যা হচ্ছে। ছুটতে পারছিলেন না এই ব্যাটার। তাঁর ফুটওয়ার্কও ঠিক হচ্ছিল না। এরপর বৃহস্পতিবার জানা গেল, দলের সঙ্গে দুবাইয়ে যাচ্ছেন না পাকিস্তানের তারকা ওপেনার।

প্রথম ম্যাচেই হার পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩২০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফকরের বদলে ওপেন করতে নেমে ৯০ বলে ৬৪ রান করেন বাবর। তিনি মন্থর ব্যাটিং করার কারণে পাকিস্তানকে জয়ের ধারেকাছে নিয়ে যেতে পারেননি। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। এখান থেকে পাকিস্তানের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'যে কোনও দলকে হারাতে পারি,' ভারতের মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার শান্তর

সৌরভ-বিরাট, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আশা জাগিয়েও চূড়ান্ত সাফল্য পাননি এই ২ ভারত অধিনায়ক

হয়তো শেষ আইসিসি টুর্নামেন্টে খেলছেন, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম