সংক্ষিপ্ত
প্রত্যাশিতভাবেই বিসিসিআই-এর দাবি অনুযায়ী হাইব্রিড মডেলে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এই দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে পিসিবি।
পাকিস্তান থেকে পুরো টুর্নামেন্ট হয়তো সরে যাচ্ছে না, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে। এতদিন এই প্রস্তাব মানবে না বলে গলা ফাটিয়ে এলেও, এখন চাপে পড়ে হাইব্রিড মডেলে সম্মতি জানাতে বাধ্য হচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি প্রকাশ্যে অবশ্য বলছেন, ২০৩১ সাল পর্যন্ত সব আইসিসি ইভেন্টেই যদি হাইব্রিড মডেলের ব্যবস্থা করা হয়, তাহলেই তাঁরা এই প্রস্তাব মেনে নেবেন। কিন্তু নকভি ভালোভাবেই জানেন, ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানের প্রভাব-প্রতিপত্তি নেই। বিসিসিআই যা বলবে সেটাই মেনে নিতে বাধ্য হবে আইসিসি। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলেও, ভারতে খেলতে আসতে বাধ্য হবে পাকিস্তান দল। ভারতে পরবর্তী আইসিসি ইভেন্ট নিশ্চিতভাবেই হাইব্রিড মডেলে হবে না। ভারতে দল পাঠাতে হবে পিসিবি।
আইসিসি বোর্ড মিটিংয়ে কোনও ফল হল না
শনিবার দুবাইয়ে শুরু হয় আইসিসি বোর্ড মিটিং। আইসিসি-র পূর্ণ সদস্য ১২ দেশের প্রতিনিধিরাই বৈঠকে যোগ দেন। এই বৈঠকেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছিল। কিন্তু এই বৈঠকে ঐকমত্যে পৌঁছতে পারেনি আইসিসি-র সদস্য দেশগুলি। পিসিবি-র পক্ষ থেকে দাবি করা হয়, ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া মেনে নেওয়া যায় না। কিন্তু মুখে এ কথা বললেও, ভারতের দাবিই মেনে নিতে বাধ্য হল পিসিবি।
পাকিস্তানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
সম্প্রতি তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই পরিস্থিতিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করা যাবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। যদিও পিসিবি চেয়ারম্যানের দাবি, পাকিস্তানের পরিস্থিতি স্থিতিশীল। সব দলের জন্যই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত, বিসিসিআই-এর বিরুদ্ধে ঘুষের অভিযোগ পিসিবি-র
পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন
পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের