পাশে সানি দেওল, ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে সিএসকে জার্সি পরে ধোনি

সংক্ষিপ্ত

ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ এড়িয়ে যাওয়া অনেকের পক্ষেই কঠিন। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে যাঁরা আছেন, তাঁদের মধ্যে প্রাক্তন ক্রিকেটার, বিনোদন জগতের তারকারাও আছেন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের পরনে অবশ্য জাতীয় দলের জার্সি নেই। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের জার্সি পরে খেলা দেখছেন। ধোনির পাশে আছেন বলিউড তারকা সানি দেওল। যাতায়াত সহজ হওয়ায় দুবাইয়ে নিয়মিত বহু ভারতীয় যান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ দেখতেও অনেকেই গিয়েছেন। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই আগ্রহ সবচেয়ে বেশি। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি বলিউড তারকারাও এই ম্যাচ নিয়ে আগ্রহী। সবারই আশা, ভারতীয় দল এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে।

বাণিজ্যিক কারণে দুবাইয়ে ধোনি

Latest Videos

ধোনি অবশ্য শুধু ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্যই দুবাইয়ে যাননি। তিনি এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য গিয়েছেন। একবারে তাঁর দুই কাজ হয়ে যাচ্ছে। ধোনি ও সানিকে হাতের নাগালে পেয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ধোনি ও সানিকে খোশমেজাজেই দেখা যায়। তাঁরা ম্যাচ উপভোগ করছেন। সবাই আাশা করছেন। ভারতীয় দল এই ম্যাচে সহজ জয় পাবে।

২৪১ রানে অল আউট পাকিস্তান

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তাঁর দল ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে গেল। সর্বাধিক ৬২ রান করেন সৌদ শাকিল। রিজওয়ান করেন ৪৬ রান। বাবর আজম করেন ২৩ রান। ইমাম-উল-হক করেন ১০ রান। সলমন আগা করেন ১৯ রান। তাইয়িব তাহির করেন ৪ রান। খুশদিল শাহ করেন ৩৮ রান। প্রথম বলেই আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদি (০)। নাসিম শাহ করেন ১৪ রান। হ্যারিস রউফ করেন ৮ রান।

পাকিস্তানের বিরুদ্ধে ফের ভালো বোলিং কুলদীপের

৯ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ৮ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১ উইকেট করে নেন অক্ষর প্যাটেল, হর্ষিত রানা ও রবীন্দ্র জাডেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নেদারল্যান্ডসকে ছাপিয়ে গেল ভারত, পরপর টসে হেরে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা

চোটের জন্য দলে নেই, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের উৎসাহ দিতে দুবাইয়ে জসপ্রীত বুমরা

'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জীবন বদলে দিয়েছে মুদ্রা যোজনা' মোদীর সামনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলা | PM Modi Mudra Yojana
SSC Case News: রাষ্ট্রপতির কাছে এ কী আবেদন চাকরি হারাদের? দেখুন কী বলছেন তাঁরা