সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসে হেরে এক অনাকাঙ্খিত রেকর্ড গড়ল ভারতীয় দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে টসে হারার রেকর্ড এখন ভারতের।

সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসে হেরেছে ভারতীয় দল। টসের ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়ার দুর্ভাগ্য অব্যাহত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই দলের অধিনায়ক রোহিত ও মহম্মদ রিজওয়ান যখন টসের জন্য মাঠে নামেন, তখন ভারতীয় ক্রিকেট সমর্থকরা রোহিতের টস জেতার আশা করেছিলেন। কিন্তু তাঁদের হতাশ করে টসে হেরে যান রোহিত এবং পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

অনাকাঙ্খিত রেকর্ড ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে টস হারার পর ওডিআই ক্রিকেটের ইতিহাসে টানা সর্বাধিক ম্যাচে টসে হারার অনাকাঙ্খিত রেকর্ড গড়ল ভারতীয় দল। নেদারল্যান্ডসের ২০১৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত টানা ১১টি টস হারার রেকর্ড ভেঙে ভারত টানা ১২টি ম্যাচে টসে হেরেছে। ভারতের টসে হারার ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর কেএল রাহুলের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তিনটি ম্যাচেই টসেই হেরেছিল ভারত। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে একটিতেও টসে জিততে পারেননি রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও একই ঘটনা ঘটে। এরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেও টস জিততে পারেননি রোহিত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও টসে হারলেন তিনি।

টস নিয়ে ভাবতে নারাজ রোহিত

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হারার পর রোহিত বলেন, টসে হারা তাঁর কাছে কোনও ব্যাপার নয়। দুবাইয়ের পিচ ধীরগতির। ব্যাট এবং বল হাতে খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে হবে। ভারতের অধিনায়ক বলেছেন, ‘আসলে কিছু যায় আসে না। ওরা টসে জিতেছে। তাই আমরা প্রথমে বোলিং করব। পিচটা ধীরগতির মনে হচ্ছে। আমাদের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ আছে। তাই আমরা জানি ধীরগতির পিচে কী করতে হবে। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই ভালো পারফর্ম করতে হবে।’

ভারত-পাকিস্তানের হয়ে কারা খেলছেন?

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান: ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), সলমন আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চোটের জন্য দলে নেই, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের উৎসাহ দিতে দুবাইয়ে জসপ্রীত বুমরা

'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন

YouTube video player