সচিন তেন্ডুলকরের আরও এক রেকর্ড ভাঙলেন, ওডিআই ফর্ম্যাটে নতুন নজির বিরাট কোহলির

Published : Feb 23, 2025, 08:21 PM ISTUpdated : Feb 23, 2025, 09:01 PM IST
Sachin Tendulkar-Virat Kohli

সংক্ষিপ্ত

সেরা ফর্মে না থেকেও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ফেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন।

ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৪,০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের ইনিংসের ১৩-তম ওভারে পাকিস্তানের পেসার হ্যারিস রউফের বলে বাউন্ডারি মেরে ১৪,০০০ রান পূর্ণ করেন বিরাট। তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন। বিশ্বের তৃতীয় ব্যাটার এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে ওডিআই ফর্ম্যাটে ১৪,০০০ রান পূর্ণ করলেন বিরাট। সচিন ৩৫০ ইনিংস খেলে ১৪,০০০ রান পূর্ণ করেছিলেন। সেখানে ২৮৭ ইনিংসেই এই নজির গড়ে ফেললেন বিরাট। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৩৮৭ ইনিংসে ১৪,০০০ রান পূর্ণ করেন। ফলে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন বিরাট। তিনি আরও অনেক রেকর্ড গড়বেন বলে আশায় অনুরাগীরা।

ওডিআই ফর্ম্যাটে ১৪,০০০ বা তার বেশি রান

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন সচিন। তিনি ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান করেছেন। সাঙ্গাকারা ৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রান করেছেন। বিরাট এদিন ২৮৭-তম ইনিংসে ১৪,০০০ রান পেরিয়ে গেলেন। এই নজির গড়ার জন্য বিরাটের দরকার ছিল ১৫ রান। রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ক্রিজে গিয়ে মন্থর গতিতে ব্যাটিং শুরু করেন বিরাট। তিনি রউফের ওভারে জোড়া বাউন্ডারি মারেন। এর আগে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০, ১২,০০০ ও ১৩,০০০ রান করার রেকর্ড গড়েন বিরাট। এবার তিনি নতুন রেকর্ড গড়লেন।

ক্যাচের রেকর্ড বিরাটের

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আরও এক রেকর্ড গড়েছেন বিরাট। তিনি প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কুলদীপ যাদবের বলে নাসিম শাহের ক্যাচ নিয়ে নতুন রেকর্ড গড়েন বিরাট। তবে নিজের রেকর্ডের পাশাপাশি দলকে জেতানোও বিরাটের লক্ষ্য। তিনি ভালো ব্যাটিং করছেন। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যে বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেই ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নেদারল্যান্ডসকে ছাপিয়ে গেল ভারত, পরপর টসে হেরে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা

পাশে সানি দেওল, ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে সিএসকে জার্সি পরে ধোনি

নেদারল্যান্ডসকে ছাপিয়ে গেল ভারত, পরপর টসে হেরে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ
Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে