সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের সবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে। প্রথম ম্যাচ থেকেই ভারতের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তাঁর খটাখটি দেখা যাচ্ছে। মেলবোর্নের পর সিডনিতেও একই ঘটনা দেখা গেল।
২০০৭-০৮ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে হরভজন সিংয়ের সঙ্গে অ্যান্ড্রু সাইমন্ডসের মাঠের লড়াইয়ের কথা ক্রিকেটপ্রেমীদের স্মরণে আছে। দেড় দশক পর ফের ভারতের অস্ট্রেলিয়া সফরে একই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। এবার বিতর্কের কেন্দ্রে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস। মেলবোর্নে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচে ১৯ বছর বয়সি এই ব্যাটারের অভিষেক হয়। সেই ম্যাচেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে কনস্টাসের উত্তপ্ত বাক্যবিনিময়, বচসা, ধাক্কা দেখা গিয়েছিল। শুক্রবার সিডনিতে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের প্রথম দিন এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরার সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন কনস্টাস। এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার বুমরা। চলতি সিরিজে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের ঘোল খাইয়ে দিচ্ছেন। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে বুমরার বলে কিছু রান করেছিলেন কনস্টাস। দ্বিতীয় ইনিংসে অবশ্য এই তরুণ ব্যাটারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন বুমরা। সিডনি টেস্টের প্রথম দিনের শেষ বলে এই দুই ক্রিকেটারের মধ্যে যে বচসা দেখা গেল, তাতে দ্বিতীয় দিনের খেলা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
বুমরা-কনস্টাসের মধ্যে ঠিক কী নিয়ে বচসা?
সিডনি টেস্ট ম্যাচের প্রথম দিন ভারতীয় দল প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর মাত্র ৩ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমেছিলেন কনস্টাস ও উসমান খাজা। দিনের শেষ বলের আগে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বল করার জন্য তৈরি ছিলেন বুমরা। কিন্তু তখনও স্টান্স নেননি খাজা। তিনি সময় নেননি। ফলে হাতের ইশারায় বুমরাকে থামিয়ে দেন আম্পায়ার। এতে বিরক্ত হন বুমরা। সেই সময় তাঁর উদ্দেশ্যে কিছু বলেন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা কনস্টাস। তাঁর দিকে এগিয়ে গিয়ে বুমরাও পাল্টা কিছু বলেন। এই সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার। এরপর বল করেন বুমরা। সেই বল খাজার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে থাকা কে এল রাহুলের হাতে চলে যায়। দিনের শেষ বলে উইকেট পেয়ে উল্লসিত হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। কনস্টাসের দিকে তেড়ে যান বুমরা। তাঁর অঙ্গভঙ্গি থেকে স্পষ্ট হয়ে যায়, জবাব দিতে পেরে খুশি। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯। ৮ বলে ৭ রান করে অপরাজিত কনস্টাস। দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব তাঁর উইকেট তুলে নেওয়াই বুমরার লক্ষ্য।
সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা
পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দলে ছিলেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বুমরা। সেই ম্যাচে সহজ জয় পায় ভারত। চলতি সিরিজে এখনও পর্যন্ত শুধু এই ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। খারাপ পারফরম্যান্সের জন্য সিডনি টেস্টের দল থেকে বাদ পড়েছেন রোহিত। ফের ভারতীয় দলের নেতৃত্বে বুমরা। তিনি ভবিষ্যতে টেস্টে পাকাপাকিভাবে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন। নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই দলকে ভালোভাবে পরিচালনাও করছেন বুমরা। তাঁর বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোয় মুন্সিয়ানার ছাপ দেখা গিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা বুমরার নেতৃত্ব দেওয়ার ধরনে খুশি। ভারতীয় দলের নেতৃত্বে কোনও পেসারের থাকা বিরল। কিন্তু বুমরা ভালো অধিনায়ক হতে পারেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই পেসার। তিনি চলতি সিরিজে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। যে কোনও উইকেটেই ভালো বোলিং করার ক্ষমতা আছে বুমরার। তিনি নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলের বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠছেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, টেস্ট দলে বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রোহিত হয়তো মেলবোর্নেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তিনি যে নেতৃত্ব হারাচ্ছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছেন। দল থেকেও বাদ পড়তে পারেন রোহিত। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিরাট কোহলি এখনও তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার? কী বলছেন স্যাম কনস্টাস?
ভাঙলেন অশ্বিনের ৮ বছরের রেকর্ড, আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষেই বুমরা
'টেস্ট দলে বদলের প্রক্রিয়া চলছে,' বিরাট-রোহিতের অবসরের জল্পনা উস্কে দিলেন গম্ভীর