সংক্ষিপ্ত

২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিচ্ছেন সিনিয়র ক্রিকেটাররা।

ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া সফরে দলে যোগ দেননি। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে দেশেই আছেন। পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে রোহিতের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে অনুশীলনে প্রধান কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররাও জুনিয়র সতীর্থদের দিকে নজর রাখছেন। অস্ট্রেলিয়া সফরে কীভাবে খেলা উচিত, সে বিষয়ে জুনিয়র ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন জুনিয়র ক্রিকেটাররা। অতীতে অস্ট্রেলিয়া সফরে সাফল্য পেয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা। তাঁরা জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। যশস্বী জয়সোয়ালদের মানসিক জোর বাড়াতে সাহায্য করছেন বিরাটরা।

দলগত সংহতির উপর জোর

বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিওতে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, ‘এখানে এসে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সাফল্য পাওয়া ভারতীয় ক্রিকেটারদের কাছে অন্যতম কঠিন চ্যালেঞ্জ। আমরা এখানে পৌঁছে অনুশীলন শুরু করার আগে দলের সবার সঙ্গে কথা বলেছিল গৌতি ভাই। বুমস, বিরাট, অ্যাশের মতো সিনিয়র ক্রিকেটাররাও জুনিয়রদের সঙ্গে কথা বলেছে। ওরা যখন জুনিয়র ক্রিকেটার হিসেবে প্রথমবার এখানে এসেছিল, তখন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই দলে থাকার অভিজ্ঞতা কেমন ছিল, সেটা জানিয়েছে। ওরা আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ করলে উন্নত ক্রিকেটার হিসেবে দেশে ফেরে। আমাদের দলের জুনিয়র ক্রিকেটাররা মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আশা করি এই সফরের পর ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।’

 

View post on Instagram
 

 

টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হলেও, অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বিরাটরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পিছনে ফেলে দিলেন জসপ্রীত বুমরাকে, টি-২০ ফর্ম্যাটে ভারতের সেরা পেসার আর্শদীপ সিং

টেস্ট ক্রিকেটে গত ১২ ইনিংসে ২০.০৯ গড়ে ২২১ রান, অস্ট্রেলিয়া সফরে কী করবেন বিরাট?

তিলক ভার্মার শতরান, বৃষ্টি-পতঙ্গের উৎপাত, ঘটনাবহুল তৃতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতের