সংক্ষিপ্ত

গ্রুপ টপার হয়েই সেমিতে ভারত। 

নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারাল ভারতীয় ক্রিকেট দল।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (INDIA vs NEW ZEALAND)। যদিও দুই দলই এই ম্যাচে নামার আগে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছিল। কিন্তু গ্রুপ টপার হয়ে কে যাবে সেমিতে, তা জানতে গেলে এই ম্যাচের ফলাফল অবধি অপেক্ষা করতেই হত।

এদিন টসে জিতে বল করা সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা। আর প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১৫ রানে। শুভমান গিল করেন ২ রান। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা বিরাট কোহলির সংগ্রহে ১১ রান। ঠিক এইরকম যখন অবস্থা, তখন এমন একজনকে দরকার ছিল যে, মিডল অর্ডারে দায়িত্বপূর্ণ একটা ইনিংস খেলতে পারে (IND vs NZ Champions Trophy 2025)।

আর সেই কাজটাই করলেন শ্রেয়স আইয়ার। খেললেন ৭৯ রানের দুর্দান্ত ইনিংস। তবে তিনি একা নন। অক্ষর প্যাটেল করলেন ৪২ রান। হার্দিকও এদিন ৪৫ রানের প্রয়োজনীয় ইনিংস উপহার দিলেন। আর সেই সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে ভারত।

 

 

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি একাই নেন ৫ উইকেট।

কিন্তু ইন্ডিয়াও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরুতেই ফিরে যান উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র। তবে হাল ধরেন কেন উইলিয়ামসন, তিনি করেন ৮১ রান। তবে তিনি বাদে আর কেউ সেইভাবে বড় ইনিংস খেলতে পারেননি। ড্যারিল মিচেল প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১৭ রানে, টম ল্যাথামের ঝুলিতে ১৪ রান এবং গ্লেন ফিলিপ্সের সংগ্রহে ১২ রান। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ২৮ রান। আসলে এদিন জাদু দেখান ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী।

প্রথমে ভারতীয় দলে একাধিক স্পিনার নিয়ে অনেকেই অনেকরকম মন্তব্য করেছিলেন, কিন্তু আজ বোঝা যাচ্ছে যে, নির্বাচকদের সিদ্ধান্ত একেবারেই অমূলক ছিল না।

এদিন যেন কার্যত, ‘বরুণ’ জাদু দেখা গেল ম্যাচে। বরুণ চক্রবর্তী একাই নিলেন ৫টি উইকেট। অন্যদিকে, ২টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক, অক্ষর এবং জাদেজা। বলা চলে, ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেটগুলোই বরুণের দখলে। কার্যত, মাঠে নেমেই খেল দেখালেন তিনি (India vs New Zealand Champions Trophy 2025 Live)।

শেষপর্যন্ত, ৪৫.৩ ওভারে ২০৫ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারত জয়ী ৪৪ রানে এবং ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।