সংক্ষিপ্ত
পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর শুরু হলেও, এই টুর্নামেন্ট কোথায় হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। বিসিসিআই-এর চাপে অন্য দেশে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।
বিসিসিআই-এর চাপের কাছে বারবার নতিস্বীকার করতে বাধ্য হওয়ায় এবার অন্য পথ নিল পিসিবি। বিসিসিআই-এর বিরুদ্ধে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলিকে ঘুষ দেওয়ার অভিযোগ আনল পিসিবি। এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেনি পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে দাবি করা হয়েছে, অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলিকে বিসিসিআই প্রলোভন দেখাচ্ছে, আইসিসি-র কাছ থেকে পাওয়া লভ্যাংশের ভাগ দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাবও দিয়েছে বিসিসিআই। কিন্তু সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ আনলেও, আইসিসি-র কাছে সরকারিভাবে বিসিসিআই-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি পিসিবি। কারণ, আইসিসি-র কাছে নির্দিষ্ট অভিযোগ করতে হলে প্রমাণ পেশ করতে হবে। ভিত্তিহীন অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিতে হলে কোনও প্রমাণ দিতে হয় না। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হলে প্রমাণ পেশ করতে হয়। সেটা করতে পারছে না পিসিবি। শুধু বিসিসিআই-এর বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে শূন্যে আস্ফালন করছে পিসিবি।
পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?
আইসিসি-র পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো প্রকাশ করা হয়েছে। এই প্রোমোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু শেষপর্যন্ত কোথায় এই টুর্নামেন্ট হবে, তা এখনও স্পষ্ট নয়। বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। পিসিবি-র পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক শহরের তালিকা দেওয়া হয়েছিল। সে বিষয়েও আপত্তি জানায় বিসিসিআই। বিতর্ক এড়াতে পাক-অধিকৃত কাশ্মীর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর সরিয়ে নিয়েছে আইসিসি। এই কারণেই বিসিসিআই-এর উপর পিসিবি-র রাগ বেড়েছে।
কবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারীদের পক্ষ থেকে দ্রুত সূচি প্রকাশের জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এখনও সূচি প্রকাশ করতে পারল না আইসিসি। কারণ, কোথায় এই টুর্নামেন্ট হবে, সেটাই স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন
পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের
হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?