চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারতীয় দল? কী জানালেন পিসিবি প্রধান?

Published : Nov 08, 2024, 09:21 PM ISTUpdated : Nov 08, 2024, 09:38 PM IST
Mohsin Naqvi

সংক্ষিপ্ত

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার লাহোরে আইসিসি প্রতিনিধি দলের উপস্থিতিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হতে পারে। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কি না, সে বিষয়ে এখনও কিছু যায়নি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ খেলতে কি লাহোরে যাবে ভারতীয় দল? শুক্রবার পর্যন্ত এ বিষয়ে কোনও খবর নেই বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আইসিসি-র পক্ষ থেকে এখনও ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। বিসিসিআই আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে পাকিস্তানে দল পাঠাবে না। ফলে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু ভারতীয় দলকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়। ফলে ২০২৩ সালের এশিয়া কাপের মতোই এবারও হাইব্রিড মডেলে খেলা হতে পারে। ভারতীয় দলের ম্যাচগুলি দুবাই বা শারজায় আয়োজন করা হতে পারে। যদিও নিজেদের দেশের সব ম্যাচ আয়োজন করতে মরিয়া পিসিবি। ভারতীয় দলের ম্যাচগুলি লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি।

হাইব্রিড মডেলে আপত্তি পিসিবি-র

পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘ভারতের যদি পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে কোনওরকম সমস্যা থাকে, তাহলে আমাদের লিখিতভাবে সবকিছু জানাতে হবে। আমরা ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানতে পারছি, ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে না। কিন্তু সরকারিভাবে আমাদের কিছু জানানো হয়নি। বিসিসিআই-এর ব্যাপারে আমরা আইসিসি-র কাছ থেকে এখনও কিছু জানতে পারিনি। আইসিসি-কে বিসিসিআই লিখিতভাবে কিছু জানিয়েছে কি না, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। আমরা হাইব্রিড মডেলের বিষয়ে কোনওরকম আলোচনা করিনি। আমরা হাইব্রিড মডেলের বিষয়ে পরিকল্পনা করছি না। রাজনীতি ও খেলাকে আলাদা করে রাখা উচিত।’

রবিবার লাহোরে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল

রবিবার লাহোরে পৌঁছবেন আইসিসি প্রতিনিধিরা। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখবেন। তার আগে শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে যান পিসিবি চেয়ারম্যান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

পাকিস্তানেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে বিসিসিআই?

হ্যারিস রউফের ৫ উইকেট, প্রায় ৮ বছর পর অস্ট্রেলিয়ায় ম্যাচ জয় পাকিস্তানের

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে