সংক্ষিপ্ত

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পাওয়ার পর এবার অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাকিস্তান দল।

অস্ট্রেলিয়া সফরে প্রথম ওডিআই ম্যাচে সামান্য ব্যবধানে হেরে গেলেও, দ্বিতীয় ওডিআই ম্যাচে ৯ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ২০১৭ সালের জানুয়ারিতে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তারপর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে সব ফর্ম্যাট মিলিয়ে টানা ১১ ম্যাচে হেরে যায় পাকিস্তান। শুক্রবার অ্যাডিলেড ওভালে জয় পেয়ে হারের খরা কাটাল পাকিস্তান। বাবর আজমের পরিবর্তে পাকিস্তানের ওডিআই, টি-২০ দলের অধিনায়ক হয়েছেন মহম্মদ রিজওয়ান। তাঁর নেতৃত্বে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাকিস্তান। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়েন বাবর। তবে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের দলে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে। প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বাবর। কিন্তু তা সত্ত্বেও জয় পাচ্ছে পাকিস্তান।

হ্যারিস রউফের অসাধারণ বোলিং

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিজওয়ান। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। ৩৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৮ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন হ্যারিস রউফ। ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ। ৬ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ হাসনাইন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩৫ রান করেন স্টিভ স্মিথ।

সায়েম আয়ুবের দাপুটে ব্যাটিং

পাকিস্তানের ওপেনার সায়েম আয়ুব ৭১ বলে ৫ বাউন্ডারি ও ৬ ওভার-বাউন্ডারির সাহায্যে ৮২ রান করেন। অপর ওপেনার আবদুল্লা শফিক ৬৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ২০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন বাবর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে বিসিসিআই?

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

ব্যাটে-বলে প্যাট কামিন্সের লড়াই, প্রথম ওডিআই-তে পাকিস্তানের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার