নেপথ্যে ভারতের চাপ, পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এগিয়ে কোন দেশ?

Published : Oct 10, 2024, 03:54 PM ISTUpdated : Oct 10, 2024, 04:24 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

ক্রিকেট দুনিয়ায় বিসিসিআই-এর প্রভাবের কথা সবারই জানা। পিসিবি বারবার সেটা টের পাচ্ছে। ফের ভারতের কাছে হার মানতে বাধ্য হচ্ছে পাকিস্তান।

২০২৩ সালে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান থাকার সময় পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরে গিয়েছিল এশিয়া কাপের অধিকাংশ ম্যাচ। এবার আইসিসি-র হাল ধরছেন জয় শাহ। তিনি আইসিসি প্রধান হিসেবে এখনও দায়িত্বভার গ্রহণ করেননি। তবে তার আগেই পাকিস্তান থেকে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিসিসিআই আগেই স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এই কারণেই পাকিস্তান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে চলেছে। পাকিস্তান থেকে পুরো টুর্নামেন্টই সরিয়ে নেওয়া হবে না ২০২৩ সালের এশিয়া কাপের মতো পাকিস্তান ও অন্য কোনও দেশ মিলিয়ে এই টুর্নামেন্ট হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাও লড়াইয়ে আছে।

বিসিসিআই-এর প্রভাবেই সিদ্ধান্ত

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনাল হবে। ১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে। গদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে। কিন্তু পিসিবি-র পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হলেও, ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় দেড় দশক পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। এবারও দল পাঠানো হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। এই কারণেই পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

পিছু হঠতে নারাজ পিসিবি

পাকিস্তান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, পিসিবি এখনও সে কথা স্বীকার করতে নারাজ। তাদের দাবি, পাকিস্তানেই হবে এই টুর্নামেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত?

ICC Champions Trophy: বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি!

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত, আইসিসিকে সাফ জানাল BCCI

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?