সংক্ষিপ্ত

প্রায় ২ দশক পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে কি না সে ব্যাপারে এখনও নির্দিষ্টভাবে কিছু জানায়নি বিসিসিআই।

রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। এরই মধ্যে ফের ভারত-পাকিস্তান ম্যাচের কথা জানা গেল। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। লিগ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার যদি পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়, তাহলে লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। তবে ভারতীয় দল যদি পাকিস্তানে না যায়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে। ২০২৩ সালের এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারতীয় দল। ফলে পাকিস্তান থেকে কয়েকটি ম্যাচ সরে গিয়েছিল শ্রীলঙ্কায়। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এরকম হাইব্রিড মডেলে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিতে পিসিবি

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল যোগ দেবে ধরে নিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় সরকার যদি অনুমোদন দেয়, তাহলে ভারতের ম্যাচগুলি আয়োজন করা হবে লাহোরে। কেন্দ্রীয় সরকার যদি পাকিস্তানে দল পাঠানোর বিষয়ে অনুমোদন না দেয়, তাহলে অবশ্য ভারতের ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সবরকম সম্ভাবনার কথা মাথায় রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে পিসিবি। ২০ দিন ধরে হবে ৮ দলের প্রতিযোগিতা। লাহোর ছাড়াও করাচি, রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচ। লাহোরে ৭টি, রাওয়ালপিন্ডিতে ৫টি এবং করাচিতে ৩টি ম্যাচ হওয়ার কথা।

করাচিতে উদ্বোধনী ম্যাচ, সেমি-ফাইনাল

পিসিবি সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচ হবে। সেমি-ফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ৯ মার্চ ফাইনাল হবে লাহোরে। ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছলে অবশ্য সেই ম্যাচ হতে পারে লাহোরে। পিসিবি এখনও হাইব্রিড মডেলের কথা জানায়নি। সবকিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকার উপর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে টিকে থাকতে ভারতের সাহায্য দরকার, কী করতে পারে পাকিস্তান?

India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

India Vs Pakistan: স্টেডিয়ামে ফের ভাইরাল দর্শকের প্রতিক্রিয়া, হারের হতাশায় টিভির বদলে তরমুজ ফাটাচ্ছেন পাকিস্তানিরা!