শনিবার চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চার সেমি-ফাইনালিস্ট ঠিক হয়ে গেল। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমি-ফাইনাল খেলবে।
গ্রুপ বি-র শেষ ম্যাচে সহজেই ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। শনিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে কোনওরকম লড়াই করতে পারল না ইংরেজরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিন্তু তাঁর দল একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি। ৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২৯.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচ খেলে গ্রুপের শীর্ষে থেকেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল প্রোটিয়ারা। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ছিটকে গেল আফগানিস্তান। ৩ ম্যাচ খেলে কোনও পয়েন্ট না পেয়ে গ্রুপে সবার শেষে থাকল ইংল্যান্ড।
ইংল্যান্ডের জঘন্য পারফরম্যান্স
গত ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পরেই চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। ফলে শনিবারের ম্যাচ নেহাতই নিয়মরক্ষার ছিল। এই ম্যাচে ইংল্যান্ডের কোনও ক্রিকেটারই খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। সর্বাধিক ৩৭ রান করেন জো রুট। বাটলার করেন ২১ রান। জোফ্রা আর্চার করেন ২৫ রান। ওপেনার বেন ডাকেট করেন ২৪ রান। হ্যারি ব্রুক করেন ১৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচের সেরা মার্কো জ্যানসেন। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন উইয়ান মাল্ডার। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পারফরম্যান্স
রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ট্রিস্টান স্টাবসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে অপর ওপেনার রায়ান রিকেলটন (২৭), রাসি ভ্যান ডার ডুসেন (অপরাজিত ৭২), হেইনিরক ক্লাসেন (৬৪) ও ডেভিড মিলারের (অপরাজিত ৭) লড়াইয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন আর্চার। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন আদিল রশিদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের
'এক ফর্ম্যাটে ৩০০ ম্যাচ বিস্ময়কর,' বিরাটের ৩০০-তম ওডিআই-এর আগে প্রশংসায় ব্রেসওয়েল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন? ছুটির দিনে সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলনে শুবমান