ওডিআই বিশ্বকাপের ম্যাসকট উদ্বোধন শেফালি ভার্মা, যশ ধূলের, নাম দেবেন ক্রিকেটপ্রেমীরা

Published : Aug 19, 2023, 08:34 PM ISTUpdated : Aug 19, 2023, 08:43 PM IST
Mascot for ODI World Cup

সংক্ষিপ্ত

৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। আইসিসি ও বিসিসিআই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্বকাপের প্রচারের উপর বিশেষ জোর দিচ্ছে আইসিসি।

শনিবার ওডিআই বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি। গুরুগ্রামে একটি অনুষ্ঠানে ম্যাসকট উদ্বোধন করেন ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক শেফালি ভার্মা ও পুরুষদের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধূল। এবারের ওডিআই বিশ্বকাপে জোড়া ম্যাসকট তৈরি করেছে আইসিসি। একজন পুরুষ ও একজন মহিলার মূর্তি তৈরি করা হয়েছে। সুপারহিরোর আদলে তৈরি করা হয়েছে ওডিআই বিশ্বকাপের ম্যাসকট। ক্রিকেটের বিশ্বব্যাপী আবেদন ও ঐক্যের কথা মাথায় রেখেই ম্যাসকট জুটি তৈরি করেছে আইসিসি। বিশ্বকাপের ম্যাসকট দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। তাঁদের উপর দায়িত্বও বর্তাচ্ছে। কারণ, ম্যাসকটের নামকরণ করেনি আইসিসি। এই দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটপ্রেমীদের উপর। তাঁরা যে নাম জমা দেবেন, সেগুলির মধ্যে যে নাম সবচেয়ে পছন্দ হবে, সেই নামই রাখবে আইসিসি।

এবারের ওডিআই বিশ্বকাপ চলাকালীন ব্যাট-বলের লড়াই ছাড়াও ক্রিকেটপ্রেমীদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রাখছে আইসিসি। তার অন্যতম ম্যাসকট। বিশ্বকাপের সব ম্যাচেই মাঠে থাকবে ম্যাসকট। পুরুষদের ওডিআই বিশ্বকাপ ঘিরে মহিলা ক্রিকেটপ্রেমীদেরও যথেষ্ট উৎসাহ রয়েছে। লিঙ্গসমতা ও বৈচিত্রের কথা মাথায় রেখেই পুরুষ ও মহিলা ম্যাসকটের ব্যবস্থা করেছে আইসিসি। এই ম্যাসকটের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বেড়ে যাবে বলেই আশা করছে আইসিসি। পুরুষ ম্যাসকটের পোশাক নীল রঙের। প্যাড-গ্লাভস পরে আছে এই ম্যাসকট, হাতে ব্যাট। মহিলা ম্যাসকটের পরনে গেরুয়া পোশাক। তার কোমরে গোঁজা বল। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা ম্যাসকটের বোলিং দক্ষতা, অসাধারণ প্রতিবর্ত ক্রিয়া, নমনীয়তা, দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব আলাদা করে দিয়েছে। অসাধারণ কৌশলের মাধ্যমে বিপক্ষের ব্যাটারদের মাত করতে তৈরি এই ম্যাসকট। 

 

 

শনিবার ম্যাসকট উদ্বোধনের অনুষ্ঠানে আইসিসি-র হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপের জোড়া ম্যাসকট প্রকাশ্যে আনতে পেরে আমরা খুশি। এই ম্যাসকট ক্রিকেটের বিশ্বজনীন আবেদনের প্রতীক। দেশ ও সংস্কৃতির ঊর্ধ্বে উঠে ঐক্য ও আবেগের প্রতীক হয়ে উঠেছে ক্রিকেট। পুরুষ ও মহিলা ম্যাসকট থাকায় লিঙ্গসমতা রক্ষা করা হচ্ছে। নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করাই আইসিসি ও ক্রিকেটের লক্ষ্য। এই ম্যাসকটের মাধ্যমে যেমন শিশুদের আনন্দ দেওয়া সম্ভব হবে, তেমনই আইসিসি ইভেন্টের বাইরেও ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগ বজায় রাখতে সক্ষম এই ম্যাসকট। ওডিআই বিশ্বকাপের প্রচারে এবং বিশ্বকাপের সময় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে কথা বলবে ম্যাসকট। টেলিভিশন, সোশ্যাল মিডিয়াতেও বিশ্বকাপের ম্যাসকটের উপস্থিতি থাকবে।’

আরও পড়ুন-

ভাইরাল ভয়ঙ্কর ভিডিও, আগুনের উপর খালি পায়ে হেঁটে এশিয়া কাপের প্রস্তুতি মহম্মদ নাঈম শেখের

'মায়ের স্বপ্নপূরণ হল,' জাতীয় দলের হয়ে অভিষেকের পর বললেন রিঙ্কু সিং

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর