বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ভারতে মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। রবিবার আনুষ্ঠানিকভাবে হল ফাইনাল ম্যাচ।

রবিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। এই ২ দলই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের মূলপর্বে খেলবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল শ্রীলঙ্কা এবং দ্বিতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। ফলে এই ২ দল আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে। রবিবার ফাইনাল ছিল নেহাতই নিয়মরক্ষার। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কা। সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে অসাোধারণ ফর্মে দাসুন শনাকার দল। টানা ১০টি ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা। ফলে ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে খাটো করে দেখা যাবে না। সব দলকেই বেগ দিতে পারেন কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভারা। 

রবিবার ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁর দলের বোলাররা খারাপ পারফরম্যান্স দেখাননি। ৪৭.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বাধিক ৫৭ রান করেন সাহান আরাচচিগে। ৪৩ রান করেন মেন্ডিস। ৩৬ রান করেন চরিত আসালাঙ্কা। ২৯ রান করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ১৯ রান করেন সাদিরা সমরাবিক্রমা। ১৩ রান করেন মাহিশ থিকসানা। নেদারল্যান্ডসের হয়ে ২ উইকেট করে নেন লগ্যান ভ্যান বিক, রায়ান ক্লেইন, বিক্রমজিৎ সিং ও সাকিব জুলফিকর। ১ উইকেট নেন আরিয়ান দত্ত। 

Latest Videos

রান তাড়া করতে নেমে ২৩.৩ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৩৩ রান করেন ওপেনার ম্যাক্স ওডোড। অপর ওপেনার বিক্রমজিৎ করেন ১৩ রান। ২০ রান করে অপরাজিত থাকেন ভ্যান বিক। শ্রীলঙ্কার হয়ে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন থিকসানা। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মধুশনাকা। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন হাসারঙ্গা। 

চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা বলেছেন, ‘এই টুর্নামেন্টের আগে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা খুব ভালো খেলেছি। আমাদের দলের সবাই প্রমাণ করতে চাইছিল, যে দলগুলি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে চাইছে, তাদের চেয়ে আমরা ভালো। শুধু চোট-আঘাত নিয়ে আমাদের উদ্বেগ ছিল। তবে আমরা সব পরিস্থিতি সামলে ভালো খেলেছি। আমি দলের সবার সঙ্গে অনেকদিন ধরে খেলছি। সেই কারণে ওদের কীভাবে ব্যবহার করতে হয় জানি। আমাদের পরিকল্পনা ঠিকমতো কার্যকর করতে পেরেছি।’

আরও পড়ুন-

টেস্ট ম্যাচে দ্রুততম ১,০০০ রান, হেডিংলিতে নতুন রেকর্ড হ্যারি ব্রুকের

Ashes 2023: হেডিংলিতে চতুর্থ দিনেই শেষ ম্যাচ, অ্যাশেজে ব্যবধান কমাল ইংল্যান্ড

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি