সংক্ষিপ্ত

চলতি অ্যাশেজ জমিয়ে দিল ইংল্যান্ড। হেডিংলিতে অস্ট্রেলিয়া জয় পেলেই সিরিজ দখল করত। কিন্তু সেটা হল না। ফলে দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে এল বেন স্টোকসের দল।

হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিনই বোঝা গিয়েছিল, এই ম্যাচ ৫ দিনে গড়াবে না। দ্বিতীয় দিনের শেষে স্পষ্ট হয়ে গিয়েছিল, তৃতীয় দিনই শেষ হয়ে যাবে ম্যাচ। কিন্তু তৃতীয় দিন বৃষ্টির জন্য বেশিরভাগ সময়ই খেলা সম্ভব হয়নি। ফলে চতুর্থ দিনে গড়ায় খেলা। রবিবার চতুর্থ দিন জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ৩ উইকেটে ম্যাচ জিতে নিল বেন স্টোসকের দল। ফলে সিরিজ এখন ২-১। চতুর্থ টেস্ট ম্যাচের গুরুত্ব বেড়ে গেল। সেই ম্যাচ জিতলেই সিরিজ দখলে নেবে অস্ট্রেলিয়া। কিন্তু ইংল্যান্ড যদি চতুর্থ ম্যাচেও জয় পায়, তাহলে পঞ্চম ম্যাচে সিরিজের ফয়সলা হবে।

হেডিংলি টেস্ট ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল ২৫১ রান। ৭ উইকেট হারিয়ে সেই রান টপকে গেলেন হ্যারি ব্রুকরা। সর্বাধিক ৭৫ রান করেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। ওপেনার জাক ক্রলি করেন ৪৪ রান। অপর ওপেনার বেন ডাকেট করেন ২৩ রান। ৫ রান করেন মইন আলি। জো রুট করেন ২১ রান। অধিনায়ক স্টোকস করেন ১৩ রান। ৫ রান করেন জনি বেয়ারস্টো। ৩২ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ১৬ রান করে অপরাজিত থাকেন মার্ক উড। অস্ট্রেলিয়ার হয়ে ৭৮ রান দিয়ে ৫ উইকেট নেন মিচেল স্টার্ক। ৭৭ রান দিয়ে ১ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল মার্শ।

এর আগে তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৪ রানে। সর্বাধিক ৭৭ রান করেন ট্রেভিস হেড। ৪৩ রান করেন ওপেনার উসমান খাজা। ৩৩ রান করেন মার্নাস লাবুশেন। ২৮ রান করেন মার্শ। ১৬ রান করেন স্টার্ক। ১১ রান করেন টড মারফি। ইংল্যান্ডের হয়ে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন ওকস। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মইন। ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন উড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৬৩ রান। সর্বাধিক ১১৮ রান করেন মার্শ। ৩৯ রান করেন হেড। ইংল্যান্ডের হয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন উড। ৭৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওকস। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন ব্রড। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৭ রান। সর্বাধিক ৮০ রান করেন স্টোকস। অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান দিয়ে ৬ উইকেট নেন কামিন্স।

আরও পড়ুন-

হরমনপ্রীতের অপরাজিত অর্ধশতরান, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে, দাবি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা