জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয়, ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন শ্রীলঙ্কার

Published : Jul 02, 2023, 06:07 PM ISTUpdated : Jul 02, 2023, 06:32 PM IST
Sri Lanka Cricket

সংক্ষিপ্ত

২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গেলেও, বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলল ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

জিম্বাবোয়েকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে ৪ ম্যাচ খেলে দাসুন শনাকার দলের পয়েন্ট ৮। এদিন হেরে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্টেই থেকে গেল জিম্বাবোয়ে। তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ড ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। ৪ জুলাই শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। ফলে জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল সর্বাধিক ৮ পয়েন্টে পৌঁছতে পারে। সুপার সিক্স থেকে ২টি দল ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। ফলে ৮ পয়েন্টে পৌঁছে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলল শ্রীলঙ্কা। ৭ জুলাই সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও শ্রীলঙ্কার কোনও সমস্যা নেই। জিম্বাবোয়ে যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে তারাও বিশ্বকাপে খেলবে।

জিম্বাবোয়ে যদি স্কটল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে বিপদে পড়ে যাবে। কারণ, ৬ জুলাই শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্কটল্যান্ড। সেই ম্যাচ জিতলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে স্কটিশরা। ফলে জিম্বাবোয়ে-স্কটল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়ের নায়ক মাহিশ থিকসানা, দিলশান মদুশনাকা, মাহিশা পাথিরানা ও পথুম নিশাঙ্ক। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩২,২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বাধিক ৫৬ রান করেন শন উইলিয়ামস। ৩১ রান করেন সিকন্দর রাজা। অধিনায়ক ক্রেগ আরভিন করেন ১৪ রান। ১৬ রান করেন রায়ান বার্ল। ১৪ রান করেন ব্র্যাড ইভান্স। শ্রীলঙ্কার হয়ে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন থিকসানা। ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন মদুশনাকা। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন পাথিরানা। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন শনাকা। 

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার কোনও সমস্যাই হয়নি। ওপেনিং জুটিতে ১০৩ রান যোগ করেন নিশাঙ্ক ও দিমুথ করুণারত্নে। ৩০ রান করে করুণারত্নে আউট হয়ে গেলেও, ১০১ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্ক। ২৫ রান করে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। জিম্বাবোয়ের হয়ে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন রিচার্ড এনগারাভা।

নিজেদের দেশে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্সই দেখাচ্ছিল জিম্বাবোয়ে। কিন্তু সুপার সিক্সের চতুর্থ ম্যাচ হেরে সমস্যায় পড়ে গেলেন আরভিন, রাজারা।

আরও পড়ুন-

স্কটল্যান্ডের কাছে লজ্জার হার, ওডিআই বিশ্বকাপের দৌড় থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপের আগে কলকাতা, আমেদাবাদের নিরাপত্তা খতিয়ে দেখতে আসছেন পাকিস্তানের প্রতিনিধিরা

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত