জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২৫৭ রান, লর্ডসে পঞ্চম দিন রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা

Published : Jul 02, 2023, 12:28 AM ISTUpdated : Jul 02, 2023, 12:36 AM IST
Ashes 2023

সংক্ষিপ্ত

এজবাস্টনে এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় ম্যাচের শেষ দিনেও জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

এজবাস্টনে এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের অধুনা বিখ্যাত 'ব্যাজবল'। লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচেও যদি ইংল্যান্ড জয় না পায়, তাহলে 'ব্যাজবল' নিয়ে সত্যিই প্রশ্ন উঠবে। এজবাস্টন টেস্ট ম্যাচের শেষ দিন অধিনায়ক প্যাট কামিন্সের অসাধারণ লড়াইয়ের সুবাদে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। লর্ডস টেস্ট ম্যাচও গড়াল পঞ্চম দিনে। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২৫৭ রান। বেন স্টোকসের দলের হাতে আছে ৬ উইকেট। ফলে রবিবার লর্ডসে হাড্ডাহাডডি লড়াইয়ের অপেক্ষা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, কামিন্সরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জয় পেতে পারে অস্ট্রেলিয়া। আবার স্টোকস, বেন ডাকেটরা যদি ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে ইংল্যান্ডও এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারে। তবে ইংল্যান্ডের কাজ সহজ হবে না।

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১১৪। শুরুতেই আউট হয়ে যান ওপেনার জাক ক্রলি (৩)। অলি পোপও করেন ৩ রান। জো রুট করেন ১৮ রান। ৪ রান করেন হ্যারি ব্রুক। দিনের শেষে অপরাজিত স্টোকস (২৯) ও ডাকেট (৫০)। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট করে নিয়েছেন স্টার্ক ও কামিন্স।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৩০। ইংল্যান্ডের চেয়ে ২২১ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া। ৫৮ রান করে অপরাজিত ছিলেন উসমান খাজা এবং ৬ রান করে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। চতুর্থ দিন ৭৭ রানে আউট হয়ে যান খাজা। ৩৪ রান করে আউট হয়ে যান স্মিথ। ৭ রান করে আউট হয়ে যান ট্রেভিস হেড। ক্যামেরন গ্রিন করেন ১৮ রান। অ্যালেক্স কেরি করেন ২১ রান। কামিন্স করেন ১১ রান। ১ রান করে আউট হয়ে যান হ্যাজেলউড। চোট পাওয়ায় নাথান লিয়নের আর এই ম্যাচে খেলার কথা ছিল না। কিন্তু তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে পড়েন। ৪ রান করেন লিয়ন। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন জশ টাং। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন অলি রবিনসন। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন স্টোকস। ৬৪ রান দিয়ে ১ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন-

স্কটল্যান্ডের কাছে লজ্জার হার, ওডিআই বিশ্বকাপের দৌড় থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপের আগে কলকাতা, আমেদাবাদের নিরাপত্তা খতিয়ে দেখতে আসছেন পাকিস্তানের প্রতিনিধিরা

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?