ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। সুপার সিক্সে পয়েন্ট তালিকা উপরের দিকে এই ২ দল। ফলে বিশ্বকাপ খেলার পথে এগিয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে।
ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এরই মধ্যে জিম্বাবোয়েতে চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। গ্রুপের পর এখন চলছে সুপার সিক্সের লড়াই। ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে জিম্বাবোয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট করে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট পায়নি। ওমান ৩ ম্যাচ খেলে ৩টিতেই হেরে গিয়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ, ওমান কার্যত ছিটকে গিয়েছে। বড় কোনও অঘটন ছাড়া জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে চলেছে।
বৃহস্পতিবার ওমানকে ১৪ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত হার মানতে বাধ্য হল ওমান। ৯৭ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলেন ওপেনার কাশ্যপ প্রজাপতি। কিন্তু তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। জিম্বাবোয়ের হয়ে এদিনও শতরান করলেন শন উইলিয়ামস। অসাধারণ ফর্মে আছেন এই ব্যাটার। তিনি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একাধিক শতরান করেছেন। অলরাউন্ডার সিকন্দর রাজাও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। এর ফলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অনেকটা এগিয়ে যেতে পেরেছে জিম্বাবোয়ে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক জিশান মকসুদ। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ৩৩২ রান করে জিম্বাবোয়ে। ১০৩ বলে ১৪২ রান করে উইলিয়ামস। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৪২ রান করেন রাজা। ৪৩ রান করে অপরাজিত থাকেন লুক জংউই। ওপেন করতে নেমে ২৫ রান করেন অধিনায়ক ক্রেগ আরভিন। অপর ওপেনার জয়লর্ড গাম্বি করেন ২১ রান। ২৩ রান করেন ওয়েসলি ম্যাডহেভার। ১৩ রান করেন রায়ান বার্ল। ৬ রান করেন ওয়েলিংটন মাসাকাদজা। ১১ রান করে অপরাজিত থাকেন রিচার্ড এনগারাভা। ওমানের হয়ে ৪ উইকেট নেন ফৈয়জ বাট।
বিশাল স্কোর তাড়া করতে নেমে ওমানের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন প্রজাপতি। অপর ওপেনার যতিন্দর সিং অবশ্য ২ রান করে আউট হয়ে যান। ৩ নম্বরে নেমে ৪৫ রান করেন আকিব ইলিয়াস। অধিনায়ক মকসুদ করেন ৩৭ রান। আয়ান খান করেন ৪৭ রান। ৩০ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নাদিম। ৯ উইকেটে ৩১৮ রান করেই থেমে যায় ওমান। জিম্বাবোয়ের হয়ে ৩ উইকেট করে নেন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারবানি। ২ উইকেট নেন এনগারাভা। ১ উইকেট নেন রাজা।
আরও পড়ুন-
বিসিসিআই-এর প্রধান নির্বাচক হয়তো অজিত আগরকরই, ঘোষণা হতে পারে কয়েকদিন পর
নির্বাচকরা কি নিজেদের ঈশ্বর মনে করেন? সরফরাজ খানকে সুযোগ না দেওয়া নিয়ে তোপ ডব্লু ভি রমনের
Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়