Virat Kohli Birthday: বিরাটের জন্মদিনে সচিনকেও শুভেচ্ছা! ফের হাসির খোরাক উমর আকমল

রবিবার বিরাট কোহলির জন্মদিন ছিল। সারা বিশ্ব থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন বিরাট। সীমান্তের ওপারে পাকিস্তান থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন বিরাট।

সোশ্যাল মিডিয়া পোস্টে ইংরাজিতে ভুলের জন্য প্রায়ই হাসির খোরাক হন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর আকমল। কিন্তু তাতেও তিনি সতর্ক হচ্ছেন না। ফের একই ভুল করলেন উমর। রবিবার বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও ভুল করে বসলেন উমর। তিনি বিরাটের পাশাপাশি সচিন তেন্ডুলকরকেও শুভেচ্ছা জানিয়ে বসলেন। সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা শুরু হয়েছে। অনেকেই উমরকে ব্যঙ্গ করছেন। রবিবার ওডিআই ফর্ম্যাটে ৪৯-তম শতরান করে সচিনের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট। সেই কারণে তাঁকে অভিনন্দন জানানো যেতেই পারে। কিন্তু সচিনকেও কেন শুভেচ্ছা জানালেন উমর, সেটা কেউই বুঝতে পারছেন না। সেই কারণেই অনেকে ব্যঙ্গ করছেন।

দ্বিতীয় সর্বাধিক রান বিরাটের

Latest Videos

চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে বিরাট। তিনি ২টি শতরান করেছেন। আরও ২ বার শতরানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বিরাট। তিনি চলতি ওডিআই বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৫৪৩ রান করেছেন। সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট। তাঁর রানের গড় ৮৮.২৯। এবারের ওডিআই বিশ্বকাপে ২টি শতরানের পাশাপাশি ৪টি অর্ধশতরানও করেছেন বিরাট।

 

 

ইডেনে অসাধারণ শতরান বিরাটের

রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন বিরাট। ১২১ বল খেলে ১০১ রান করে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। একটিও ওভার-বাউন্ডারি মারেননি বিরাট। তাঁর পাশাপাশি অসাধারণ ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ারও। তিনি করেন ৭৭ রান। বিরাট ও শ্রেয়াসের অসাধারণ ইনিংসের সুবাদে ভারতীয় দল ৫ উইকেটে ৩২৬ রান করে। জবাবে ৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৪৩ রানে জয় পায় ভারত। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ভারতীয় দল। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

সচিনকে কুর্ণিশ বিরাটের

সচিনের রেকর্ড স্পর্শ করার পর বিরাট বলেছেন, ‘আমার নায়কের রেকর্ড স্পর্শ করা স্পেশাল। এটা আমার কাছে অভিভূত হওয়ার মতো ব্যাপার। ব্যাটিংয়ের ক্ষেত্রে উনিই সবচেয়ে নিখুঁত। এটা আমার কাছে অত্যন্ত আবেগের মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। আমি যখন টেলিভিশনে সচিনের খেলা দেখেছি, সেই দিনগুলির কথা মনে আছে। তাঁর কাছ থেকে প্রশংসা পাওয়া আমার কাছে অনেক। আমি খুশি যে ঈশ্বর আমাকে এটা উপভোগ করার সুযোগ দিয়েছেন। আমি বছরের পর বছর ধরে যেটা করে আসছি সেটাই করতে পারায় খুশি। আমি নিজের খেলা উপভোগ করছি। ভালো ক্রিকেট খেলছি। সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sri Lanka: বিশ্বকাপে ভারতের কাছে হারের পরেই বরখাস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Virat Kohli: 'আমার নায়কের রেকর্ড স্পর্শ করা স্পেশাল,' সচিনের অভিনন্দনের জবাব বিরাটের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report